বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ৩ শাবান ১৪৪৭


ইমরান খানকে নিয়ে এরদোগানের অভিযোগ অস্বীকার করল সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘ইমরান খান সৌদি আরবের চাপে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় কুয়ালালামপুর সামিট-২০১৯ এ অংশ নেননি’ এরদোগানের এমন অভিযোগের প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

শনিবার (২১ ডিসেম্বর) সৌদি দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে এরদোগানের অভিযোগকে অপপ্রচার আখ্যায়িত করে এর নিন্দা জানানো হয়। খবর জিয়ো নিউজের।

সৌদি দূতাবাসের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক এমন নয়, কোনো ধরণের হুমকি বা চাপ প্রয়োগ করতে হবে। পাকিস্তানের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভালো বোঝাপড়া রয়েছে।

গত শুক্রবার তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহকে সাক্ষাৎকারে এরদোগান বলেছেন, মালয়েশিয়া সামিটে অংশ নিলে পাকিস্তানকে দেয়া অর্থনৈতিক সমর্থন তুলে নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব। সেই হুমকির কারণেই কুয়ালালামপুর সম্মেলন অংশ নেননি ইমরান খান।

ডেইলি সাবাহকে এরদোগান আরও বলেন, বর্তমানে ৪০ লাখ পাক নাগরিক সৌদিতে কাজ করছেন। রিয়াদ এরইমধ্যে ইসলামাবাদকে হুমকি দিয়ে বলেছে যে, পাকিস্তানিদের ফেরত পাঠানোর পরিবর্তে বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ দেয়া হবে।

এছাড়াও পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে গচ্ছিত সৌদি আরবের অর্থও ফিরিয়ে নেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছেন এরদোগান।

তিনি অভিযোগ করেন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত প্রতিটি সময় যেকোনো ইস্যুতে কে কাজ করবে আর কে করবে না। এই বিষয়ে তাদের নাক গলানো পুরনো ঘটনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ