আওয়ার ইসলাম: হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় দোয়া চেয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিনিধি দল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২৮ অক্টোবর) বিকালে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফির সঙ্গে দেখা করেন ঐক্য পরিষদের প্রতিনিধিরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লামা আহমদ শফির সঙ্গে দেখা করে সম্প্রতি ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকে ‘ইসলাম ধর্ম অবমাননার’ অভিযোগ এনে সংঘর্ষের সময় শান্তি ও সম্প্রীতি রক্ষায় ভূমিকা রাখার জন্য তাকে ধর্মীয় সংখ্যালঘুদের পক্ষে ধন্যবাদ জানান প্রতিনিধি দলের সদস্যরা।
পাশাপাশি এ সময় তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফির কাছে দোয়া চাইলে তিনি দোয়া করেন বলেও জানানো হয়েছে এই সংবাদ বিজ্ঞপ্তিতে।
চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রানা দাশগুপ্ত।
আরএম/