রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা

দনিয়া কলেজ মাঠে বরেণ্য আলেমদের মহাসম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকার শনির আখড়ায় অবস্থিত দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠিতব্য সম্মেলনে মজলিসে দাওয়াতুল হকের আমির, গুলশান সেন্ট্রাল আজাদ জামে মসজিদের খতিব, জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মহাপরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন।

শনির আখরার বায়তুল আশেকীন জামে মসজিদের খতিব শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।

বিশেষ মেহমান হিসেবে যারা থাকবেন 

জামিয়া নুরিয়া ইসলামীয়া কামরাঙ্গীচর মাদরাসার মুহতামিম মাওলানা শাহ আতাউল্লাহ হাফেজ্জী, জামিয়াতু ইবরাহীম সাইনবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ মহাসচিব মুফতী মিযানুর রহমান সাঈদ, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাপরিচালক অধ্যাপক যোবায়ের আহমাদ চৌধুরী, কলামিস্ট ও রাজনীতিবীদ অধ্যাপক আহমদ আবদুল কাদের, দারুল আরকাম বি-বাড়িয়ার মহাপরিচালক মাওলানা সাজিদুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ড. মুশতাক আহমাদ।

আরও থাকবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. আতাউর রহমান মিয়াজী, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সী বিভাগের সহকারী পরিচালক জনাব আহসানুল হাদী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ড. আহমাদ আবদুল কালাম, ওমনগণি এমইস কলেজ চট্টগ্রামের সাবেক অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসাইন, জামিয়া হোসাইনিয়া আরজাবাদ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, গবেষক আলেম ও লেখক মাওলানা গাজী আতাউর রহমান, আল্লামা শাহ আহমদ শফীর খলিফা মাওলানা ওমর ফারুক সন্দীপী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম  মুফতি মুহিব্বুল্লাহ বাকি নদভী, মাদানীনগর মাদরাসার প্রধান মুফতি বশিরুল্লাহ, মুফতী হাফিজুদ্দীন, জামিয়া এমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতী ইমাদুদ্দীন, গবেষক আলেম মাওলানা নাসিম আরাফাত।

মাওলানা আরিফ উদ্দীন মারুফ, মাওলানা যাইনুল আবিদীন, মাওলানা আবদুল আখির, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মুজিবুর রহমান চাটগামী, শাহ ইফতেখার তারিক, জাগ্রত কবি মুহিব খান, মুফতী হামেদ জাহেরী, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা জহির উদ্দীন বাবর, মাওলানা হালিম নোমানী আল-আযহারী, মুফতী রহমতে এলাহী আরমান, মাওলানা মহিউদ্দীন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব, মুফতী এনায়েতুল্লাহ, মাওলানা আবদুল আউয়াল, মাওলানা সৈয়দ জহির উদ্দীন, মাওলানা লুৎফর রহমান ফরায়েজী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি হিসেবে যারা থাকবেন- 

মুফতি আমিমুল ইহসান, মাওলানা সফিউল্লাহ লহরী, মাওলানা রুহুল আমিন সাদী, হাফেজ কারী নেছার আহমদ আন নাছেরী, মুফতি হুমায়ুন আইয়ুব, মুফতি হেদায়াতুল্লাহ আজাদী, মুফতি শামসুদ্দোহা আশরাফী, মুফতি ইয়াসীন আহমদ ফারুকী, মুফতি সাঈদ আহমদ, মুফতি মাহফুজুর রহমান জাবের (কুয়াকাটা)।

বিশেষ আকর্ষন: সম্মেলনে তেলাওয়াত করবেন  বিশ্বনন্দিত কারী আহমাদ বিন ইউসুফ। এছাড়াও ইসলামী সংগীত পরিবেশনা করবে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব।

সামাজিক সেবায় আলেমদের ভূমিকা রাখতে ও তাদের কার্যক্রমের দিক নির্দেশনামূলক এই মহা সম্মেলনটিতে সকলের একান্ত উপস্থিতি কামনা করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হাবিবুর রহমান মিছবাহ। 

তিনি বলেন, ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন-এর উদ্যোগে ‘সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইসলামি মহাসম্মেলনে দেশের শীর্ষস্থানীয় আলেম, লেখক, শিক্ষাবিদ ও গুণিজনরা উপস্থিত থাকবেন। সামাজিক কাজে আলেম-ওলামাদের অবদান ও অংশগ্রহণের ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন তারা। আশা করছি, এ সম্মেলনে ওলামায়ে কেরামের ব্যাপক উপস্থিতি হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ