সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৬ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী আইসিইউতে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

অসংখ্য আলেমের উস্তাদ দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী ভীষণ অসুস্থতায় ভুগছেন। তিনি ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগর হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন। 

দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাওলানা জাররার কাসেমী আওয়ার ইসলামকে বলেন, হজরত গতকাল সোমবার (১৪ জুলাই) প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।  

প্রখ্যাত এই আলেমের সুস্থতার জন্য সবার কাছে বিশেষ দোয়ার আবেদন করেছেন তাঁর ছাত্র ও ভক্ত-অনুরাগীরা। 

মুফতি হাবিবুর রহমান খায়রাবাদী দারুল উলুম দেওবন্দের ১৪তম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড়ের খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন। মোবারকপুরের মাদরাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনার পর মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস (মাস্টার্স) সমাপ্ত করেন। পাশাপাশি তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেছেন। 

ব্যক্তিগতভাবে তিনি হুসাইন আহমদ মাদানীর কাছে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দির কাছে আল মুতানাব্বির দেওয়ানের পাঠ গ্রহণ করেছেন। শিক্ষাজীবন সমাপ্তির পর তিনি মালেগাঁওয়ের মাহদে উলুমে শিক্ষকতা করার মাধ্যমে কর্মজীবনের সূচনা করেন। এরপর তিনি মোরাদাবাদের মাদরাসা হায়াতুল উলুমে যোগদান করেন। এখানে তিনি একাধারে ২৩ বছর ইসলামি আইনশাস্ত্র বিভাগের দায়িত্বে ছিলেন।

১৯৮৮ সালে তিনি দারুল উলুম দেওবন্দের শিক্ষক নিযুক্ত হন এবং অল্প সময়ে দারুল ইফতা বিভাগে পদোন্নতি পান। 
২০০৮ সালে তিনি প্রধান মুফতি নির্বাচিত হন। 

তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে: রাসূলপ্রেমের একগুচ্ছ গল্প, আপনার নামাজ ত্রুটিমুক্ত করুন, ঈমান ও ইয়াকিন, হাশিয়া ফতোয়ায়ে রশিদিয়্যা, মাসায়েলে কুরবানি, রমাদান আওর উসকে রোজ, শবে বরাত আরও কুরআন, শরাহে মুফিদুত তালিবীন, যাকাত কি আহমিয়্যাত ইত্যাদি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ