|| হাসান আল মাহমুদ ||
মিরপুরে আলেমদের অরাজনৈতিক দ্বীনি ও সেবামূলক সেবা সংগঠন ইনসাফ ফাউন্ডেশন পল্লবী’র আত্মপ্রকাশ ও কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হাফেজ মুহাম্মদ ইলিয়াসকে সভাপতি, হাফেজ মাওলানা শামীম কবিরকে সাধারণ সম্পাদক ও হাফেজ মাওলানা নুরে আলম সিদ্দিকীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপস্থিত মিরপুরের শীর্ষ আলেমদের উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন মুফতি জাকির হুসাইন কাসেমী।
এছাড়া ফাউন্ডেশনটির উপদেষ্টা হিসাবে আছেন মাদরাসা দারুর রাশাদের মুহতামিম মাওলানা মুহাম্মদ সালমান নদভী,মুফতি হাবিবুর রহমান, মাওলানা আশিকুর রহমান, হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, মুসলিম বাজার মাদরাসার মুহতামিম মুফতি আব্দুল ওয়াহিদ কাসেমী, বাইতুস সালাম মাদরাসার মুহতামিম মুফতি সাইফুজ্জামান প্রমুখ মিরপুরের শীর্ষ ওলামায়ে কেরাম ও সমাজসেবী ব্যক্তিবর্গ।
ফাউন্ডেশনটির লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সাংগঠনিট সম্পাদক হাফেজ মাওলান নুরে আলম সিদ্দিকী জানান, সংগঠনটি একটি বেসরকারী অলাভজনক দ্বীনি ও সমাজসেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের লক্ষ্য-উদ্দেশ্য হলো- আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তি সংশোধন, সমাজ ও রাষ্ট্রগঠন, শিক্ষা ও মানদ সেবার ইতিবাচক মানসিকতা সৃষ্টি করা।
তিনি জানান, কুরআন-সুন্নাহর ভিত্তিতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ও সুস্থধারার সংস্কৃতি প্রতিষ্ঠা করা। ঈমান আকিদা সংরক্ষণ করা। সমাজে সর্বস্তরের মানুষের মধ্যে ঘনিষ্ঠতর যোগাযোগ স্থাপনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি করা। ধাপে ধাপে এ কাজকে সর্বত্র ছড়িয়ে দেয়া। দ্বীনি শিক্ষার প্রচার প্রসারে সবধরণের কার্যক্রম বাস্তবায়ন করা। মানব-সম্পদের আধ্যত্মিক উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা। পাশাপাশি সমাজ সেবা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি আঞ্জাম দেয়া। সর্বপরি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।
ইনসাফ ফউন্ডেশনের সেবাকার্যক্রম:
- ঘরে ঘরে কুরআনের আলো পৌঁছে দেয়া।
- প্রত্যেক মুসলিম নারী-পুরুষের ঈমান-আকিদা বিশুদ্ধ করতঃ প্রকৃত ঈমানদার হিসেবে গড়ে তোলা।
- দ্বীনিজ্ঞান অনুশীলনের প্রতি মুসলিম নর-নারীদের উৎসাহিত করা।
- সহীহ-শুদ্ধভাবে কুরআন শিক্ষা দেয়ার লক্ষ্যে এলাকার বিভিন্ন জায়গায় কুরআনী মকতব প্রতিষ্ঠা করা।
- মুসলিম সমাজে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করার মন-মানসিকতা সৃষ্টি করা।
- দাওয়াত ও তাবলীগের মেহনতকে এলাকায় শক্তিশালী করা।
- আর্তমানবতার সেবায় যথাসম্ভব সহযোগিতার হাত প্রসারিত করা।
- দ্বীনের ব্যপক প্রচার-প্রসারের লক্ষ্যে মাসিক ইসলাহী মজলিস, বার্ষিক ইসলামী মহা সম্মেলন এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
- চিকিৎসা-বঞ্চিত লোকদের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থা করা।
- গরীব এতিম ছেলে-মেয়েদের লেখপড়ার ব্যবস্থা করা।
- যে কোনো দূর্যোগে ত্রাণ ও নগদ অনুদান প্রকল্প বাস্তবায়ন করা।
- পথশিশুদের মাঝে ঈদ সমগ্রী বিতরণ করা।
- ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা।
- শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা।
- এলাকায় তরূণ ও যুবসমাজকে প্রয়োজনীয় দ্বীনিশিক্ষা প্রদানের মাধ্যেমে আদর্শ নাগরিক তৈরীর কার্যকর ব্যবস্থা গ্রহন করা।
- প্রতি রমযান মাসে বয়স্ক নারী/পুরুষদের জন্য জরুরী দোয়া মাসয়ালা-মাসায়েলসহ সহীহ-শুদ্ধভাবে পবিত্র কুরআন শিক্ষাদান।
- মানব জীবনের বিভন্ন সমস্যার ইসলামী শরীয়াহ্ মোতাবেক সুষ্ঠ সমাধানের ব্যবস্থা করা। এ লক্ষ্যে মারকাযুদ দাওয়াহ, মারকাযুল বুহুস ও বিভিন্ন ফতোয়া বিভাগ থেকে সমস্যার সমাধান তলব করা।
এছাড়া অনুষ্ঠানে বে-ওয়ারিশ লাশ দাফন, পথ শিশুদের লালন-পালন ও শিক্ষাদান ইত্যাদি সেবামূলক কার্যক্রমের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
হাআমা/