শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ ।। ১৫ মাঘ ১৪৩২ ।। ১১ শাবান ১৪৪৭

শিরোনাম :
‘আমরা বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন’ শেরপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ইউএনও–ওসি প্রত্যাহার এআই ব্যবহৃত কোরআনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, মিশরের গ্র্যান্ড মুফতি দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি বাস্তবায়নে চিঠি তাইসির থেকে তাকমিল পর্যন্ত ভর্তি নিচ্ছে জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রার্থীকে বহিষ্কার করল বাংলাদেশ খেলাফত মজলিস ‘একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য’ ৫৪ বছরের ব্যর্থতার পরে ইসলামকে সুযোগ দিন: পীর সাহেব চরমোনাই ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৬৩ শতাংশ

মাদরাসার শিক্ষকদের জন্য সতর্কবার্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাদরাসা শিক্ষা অধিদপ্তর মাদরাসার শিক্ষকদের প্রতি সতর্কবার্তা দিয়েছে, যাতে তারা এমপিওভুক্তি, পদোন্নতি ও সংশোধনসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অর্থ লেনদেনে প্রতারিত না হন।

রোববার (৫ অক্টোবর) অধিদপ্তরের সরকারি ও সিনিয়র মাদরাসা শাখার পক্ষ থেকে এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের প্রশাসন ও অর্থ শাখার পরিচালক মুহাম্মদ মাহবুবুল হক।

বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত সব কার্যক্রম একটি স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন হয়। এমপিওভুক্তকরণ, সংশোধন, পদোন্নতি বা অন্য যেকোনো প্রক্রিয়া সম্পূর্ণভাবে সরকারের নির্ধারিত বিধি অনুযায়ী এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয়ে থাকে। এ ধরনের কোনো কার্যক্রমে অবৈধ তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ যদি অধিদপ্তরের কোনো কর্মকর্তা, কর্মচারী কিংবা কোনো তৃতীয় পক্ষের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনে জড়ান, তাহলে তিনি প্রতারণার শিকার হতে পারেন। ফলে এমন লেনদেন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের ‘নির্দেশক্রমে অনুরোধ’ জানানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই বিভিন্ন পদে এমপিওভুক্তি ও পদোন্নতির ক্ষেত্রে অনৈতিক লেনদেনের অভিযোগ উঠছে। অনেক শিক্ষক-কর্মচারী প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এ অবস্থায় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সতর্কবার্তা দেওয়া হলো, যা এই ধরনের প্রতারণা বন্ধে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, কোনো আর্থিক প্রলোভনে পা না দিয়ে নির্ধারিত নিয়মে আবেদন ও কার্যক্রম পরিচালনা করলেই যথাসময়ে ফল পাওয়া যাবে। অধিদফতরের কোনো কার্যক্রমে ‘ঘুষ বা দালালি’র সুযোগ নেই এবং থাকবে না, এই বার্তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ