শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫ ।। ১৮ আশ্বিন ১৪৩২ ।। ১১ রবিউস সানি ১৪৪৭


দাদা হুজুর রহি.-র জীবন ও কর্ম নিয়ে গ্রন্থের মোড়ক উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের বরেণ্য আলেম মুফতি সাদেকুল ইসলাম দাদা হুজুর রহি.র জীবন ও কর্ম নিয়ে একটি অনন্য গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি শুধু জীবনী নয়, বরং এতে উঠে এসেছে স্বাধীনতা-পরবর্তী ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছিয়ার অজানা ইতিহাস, ঢাকার লালবাগ ও চট্টগ্রামের হাটহাজারীর সোনালী সময়ের স্মৃতি, পাকিস্তানের করাচির সমকালীন চিত্র এবং যাত্রাবাড়ীর পঞ্চাশ বছরের কর্মজীবনের অজস্র ছোট ছোট স্মৃতিচিত্র।

পরিবারের খরচ জোগাতে বড়ভাইয়ের সঙ্গে খেতে কাজ করা এক শিশু কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের অন্যতম বরেণ্য মুফতি—এই ইতিহাস বইটিতে নদীর মতো তরতর করে বয়ে চলা গদ্যে বর্ণিত হয়েছে। পাশাপাশি এতে স্থান পেয়েছে তৎকালীন ঢাকার ইতিহাস এবং দাদা হুজুর রহি.-র আহলিয়া, সেই মহীয়সী নারীর একটি গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার, যা পাঠকদের এক ভিন্ন স্বাদের উপকরণ দেবে। গ্রন্থে দাদা হুজুর রহি.-র মেজো ছেলের একটি হৃদয়স্পর্শী স্মৃতিগদ্যও সংযোজিত হয়েছে।

সবমিলিয়ে গ্রন্থটি তথ্য, ইতিহাস, মনীষী চরিত ও পারিবারিক স্মৃতির এক অনন্য সংকলন।

মোড়ক উন্মোচনের সময়: আসর থেকে মাগরিবের মধ্যে (ইনশাআল্লাহ)

 প্রকাশনা প্রতিষ্ঠান: আল ইয়ানা পাবলিকেশন

 বইমেলার স্টল নং: ৮৭

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ