বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৮ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলন দমাতে ছোড়া হয় ৩ লাখ রাউন্ড গুলি বরিশালে গতি ফিরছে নূরানী বোর্ডের কাজে বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার

আঞ্জুমানে হেফাজতে ইসলামের জোড় ও শেখবাড়ি জামিয়ার মহাসম্মেলন আগামীকাল 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

দেশের অন্যতম প্রাচীন দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ইসলাহি জোড় ও শেখবাড়ী জামিয়ার ইসলামী মহাসম্মেলন আগামীকাল ২৮ ও ২৯ নভেম্বর (বৃহস্পতি ও শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ভৈরবগঞ্জ বাজারের শেখবাড়ি জামিয়া ময়দানে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাদ আসর দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বয়ানের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হবে। উদ্বোধনী বয়ান পেশ করবেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও শেখবাড়ী জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

দুই দিনব্যাপী এই মাহফিলের প্রথম দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ, মাওলানা আহমদ মাইমুন, মাওলানা মুসা আল হাফিজ, মুফতি নুমান কাসেমী প্রমুখ।

দ্বিতীয় দিনের অধিবেশনে ধারাবাহিক আলোচনা করবেন- মাওলানা নূরুল ইসলাম খান, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মুহাম্মদ মামুনুল হক, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী, মাওলানা আবু তাহের জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী প্রমুখ।

আলোচকদের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহমান আসজাদ বর্ণভী। 

সম্মেলন উপলক্ষে দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি ইসলাহি জোড় ও ইসলামী মহাসম্মেলনে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর ও শেখবাড়ী জামিয়ার মুহতামিম আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

প্রসঙ্গত, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্রিটিশ উপনিবেশবাদের সময়কালে প্রতিষ্ঠিত হয়। ১৯৪৪ খ্রিষ্টাব্দে বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান শায়খে লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা ) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তারপর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহী এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন-ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য, শ্রীমঙ্গল-মৌলভীবাজারের মধ্যবর্তী স্থানে ভৈরবগঞ্জ বাজারের উত্তর মহাসড়কের পশ্চিম পার্শ্বে অবস্থিত শেখবাড়ী জামিয়া।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ