বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ ।। ১৫ মাঘ ১৪৩২ ।। ১০ শাবান ১৪৪৭

শিরোনাম :
‘আমরা বিদায় নিতে প্রস্তুত, অনেক উপদেষ্টা কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন’ শেরপুরে সংঘর্ষে নিহতের ঘটনায় ইউএনও–ওসি প্রত্যাহার এআই ব্যবহৃত কোরআনের ব্যাখ্যা অগ্রহণযোগ্য, মিশরের গ্র্যান্ড মুফতি দ্বিতীয়বারের মতো চাঁটিগাও বিজয় দিবস পালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনকালীন ছুটি বাস্তবায়নে চিঠি তাইসির থেকে তাকমিল পর্যন্ত ভর্তি নিচ্ছে জামেআ আবদুল্লাহ ইবনে মাসউদ রা. দলীয় শৃঙ্খলা ভঙ্গ, প্রার্থীকে বহিষ্কার করল বাংলাদেশ খেলাফত মজলিস ‘একটি সমৃদ্ধ জাতি গঠনে ইমামদের ভূমিকা অনস্বীকার্য’ ৫৪ বছরের ব্যর্থতার পরে ইসলামকে সুযোগ দিন: পীর সাহেব চরমোনাই ফাজিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৯৩.৬৩ শতাংশ

পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইনে নয়, পূর্বের নিয়মেই হবে : বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ জানিয়েছে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬ পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইনে হওয়ার কথা থাকলেও এবার হচ্ছে না। পূর্বের নিয়মেই নিবন্ধনের কাগজপত্র বেফাকের মারকাযসমূহে পাঠিয়ে দেওয়া হবে।

আজ সোমবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বোর্ডটি এ কথা জানায়।

প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায়, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল মাদরাসার কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে, ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৬ হিজরি/২০২৫ ঈসাব্দ-এর পরীক্ষার্থী নিবন্ধন কার্যক্রম অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সম্পাদনের যথাসাধ্য চেষ্টা করা হয়েছিল এবং তা সফল হবে বলে প্রবল ধারণা ছিল। কিন্তু দেশে ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পরিবর্তন পরিক্রমা চলাকালে নেট বন্ধ থাকাসহ বিভিন্ন কারণে দায়িত্বপ্রাপ্ত কোম্পানি সফটওয়্যার সক্রিয় ও কার্যকর করতে অক্ষম হওয়ায় এই মুহূর্তে অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব হচ্ছেনা। পাশাপাশি আকস্মিক বন্যা ও বাঁধভাঙ্গা পানিতে দেশের অনেকগুলো জেলার জনজীবন বিপর্যস্ত। সেসব জায়গায় বিদ্যুৎ ও নেট সম্পূর্ণরূপে বিঘ্নিত।

সুতরাং সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০-০২-১৪৪৬ হিজরি বেফাকের অনলাইন ভিত্তিক সফটওয়‍্যার বাস্তবায়ন সাব-কমিটি, সফটওয়্যার কোম্পানি ও মজলিসে খাসের প্রতিনিধিবর্গের সমন্বিত বিশেষ সভার সিদ্ধান্তক্রমে চলতি বছর নিবন্ধন কার্যক্রম পূর্বকার প্রচলিত স্বাভাবিক পদ্ধতিতে সম্পন্ন করা হবে। শীঘ্রই নিবন্ধনের কাগজপত্র বেফাকের মারকাযসমূহে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ