|| হাসান আল মাহমুদ ||
দেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীন ১৪৪৫ হিজরী/২০২৪ ঈসাব্দের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৮৮.৩৭ %।
আজ সোমবার ২৮ রমজান (৮ এপ্রিল ২০২৪) দুপুর ১২টার পর উত্তর যাত্রাবাড়ী বিবির বাগিচা ৮০/এ হাসিব টাওয়ার বোর্ডটির অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। হাইআতুল উলয়ার স্থায়ী কমিটি, পরীক্ষা উপকমিটি ও নিরীক্ষকবৃন্দের যৌথ সভায় এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
এদিকে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান-এর আদেশক্রমে জানান, ‘আজ (২৮ রমাযান ১৪৪৫ হিজরী, ৮ এপ্রিল ২০২৪ ঈসাব্দ) সোমবার দুপুর ১২টার পর প্রকাশিত দাওরায়ে হাদীস (তাকমীল) এর ফলাফলে কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে পরীক্ষার্থীগণ ফলাফল নজরে সানীর আবেদন করতে পারেন।
অনলাইনে আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন : https://hems.alhaiatululya.org
এবং ”দাওরায়ে হাদীস-১৪৪৫ নজরে সানীর আবেদন” বাটনে ক্লিক করুন এবং পরবর্তী ধাপগুলো সম্পন্ন করুন। সর্বোচ্চ ৩ বিষয়ের নজরে সানীর আবেদন করা যাবে। প্রতি বিষয়ের আবেদন ফি ৫০০/- টাকা। নগদ বা আইপে সেফ -এর মাধ্যমে ফি প্রদান করুন।
স্ব স্ব বোর্ডের নিকট ফিসহ নজরে সানীর আবেদন জমা দেয়া যাবে। কেউ চাইলে সরাসরি আল-হাইআতুল উলয়ার অফিসেও ফিসহ নজরে সানীর আবেদন জমা দিতে পারবেন। আল-হাইআতুল উলয়ার অফিসে আবেদন জমা দেয়ার সময় (ঈদের ছুটি শেষে অফিস খোলার তারিখ ১০ শাউওয়াল/২০ এপ্রিল থেকে) সকাল ১০টা থেকে বিকাল ৪টা (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত)।
বৃহস্পতিবার আবেদন জমা দেয়ার সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা। ই-মেইলের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
১৭ শাউওয়াল ১৪৪৫/২৭ এপ্রিল ২০২৪ তারিখ দুপুর ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে। এরপর কোন আবেদন গ্রহণ করা হবে না।
হাআমা/
 
                              
                           
                              
                           
                         
                              
                          _original_1712575614.jpg) 
                        
                                                  
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              