রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ ।। ১২ পৌষ ১৪৩২ ।। ৮ রজব ১৪৪৭

শিরোনাম :
‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’ কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদ ইসলামকে এনসিপির নেতাদের চিঠি ৬ মাসেরও বেশি সময় ধরে হাদি হত্যার পরিকল্পনা: তদন্তকারী সংস্থা আমি চলে গেলেও আপনারা ইনসাফের লড়াই থামাবেন না : জাবের এবার রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘গাইডলাইন কর্মশালা’ করবে আস-সুন্নাহ এনসিপি ছাড়লেন তাসনিম জারা, নির্বাচন করবেন স্বতন্ত্র পাগলা মসজিদের দানবাক্সে হাদি হত্যার বিচার চেয়ে চিঠি ‘আলহামদুলিল্লাহ, আমি ইসলামের পক্ষের দুটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী’ ফেনীর আল-জামিয়া আল-মাদানিয়ার ইসলাহি মজলিস ও আবনা সম্মেলন ৩ জানুয়ারি

‘হাদির হত্যাকারীদের আটকে ব্যর্থতা সরকারের অনেক অর্জনকে ম্লান করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৭ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, ওসমান হাদিকে গুলি করার পরে আজ পনের দিন অতিক্রান্ত হয়েছে কিন্তু ওসমান হাদীকে যে গুলি করেছে তাকে এখনো গ্রেফতার করতে পারে নাই আইন-শৃঙ্খলা বাহিনী। রাজধানীর বুকে একজনকে দিবালোকে গুলি করার পরেও অপরাধী এভাবে ধারা-ছোঁয়ার বাইরে থাকা স্পষ্টত রাষ্ট্রের ব্যর্থতা নির্দেশ করছে। একজন অপরাধী ৫৫ বছরের একটা প্রশাসনকে এভাবে চোখে ধুলো দিতে পারবে এটা কল্পনাও করা যায় না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ওসমান হাদীর জানাজা ও শোকপালনে সরকারকে অনেক বেশি মনোযোগী ও কাব্যিক হতে দেখলেও অপরাধীদের ধরতে সরকারের ব্যতিব্যস্ততা আমাদের চোখে পড়ছে না। অথচ আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ করতে এবং আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ নির্মাণে এই হত্যাকারী ও হত্যার সাথে জড়িত অপশক্তির বিনাশ অপরিহার্য। সেই বিষয়ে সরকারের গা-ছাড়া ভাব আমাদেরকে হতাশ করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র প্রশ্ন রেখে বলেন, যার জানাজার নামাজে রাষ্ট্রের প্রধান নির্বাহী ও সেনাপ্রধানসহ রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকেন তার হন্তারককে ধরতে রাজপথে অবস্থান নিতে হবে কেন? আমাদের পুলিশ, গোয়েন্দা বাহিনীতে প্রচুর বিনিয়োগ করা হয়েছে। অনেক যন্ত্রপাতি কেনা হয়েছে। সেগুলো কোথায়? অবস্থার প্রেক্ষিতে এই প্রশ্ন জোড়ালো হয়ে দেখা দিচ্ছে যে, আইন-শৃঙ্খলা বাহিনীতে পতিত ফ্যাসিবাদের পক্ষের লোকজন কি এখনো স্বদর্পে বিরাজ করছে? তাই যদি হয় তাহলে আগামী নির্বাচন বিভিন্ন দলের জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তার কি হবে?

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের প্রধান কাজ হলো জনমনে আস্থা তৈরি করা। অপরাধ হলে দ্রুততার সাথে অপরাধীকে আইনের আওতায় আনা। এটা না হলে মানুষ রাষ্ট্রের ওপরে আস্থা হারায়। আর মানুষ রাষ্ট্রের ওপরে আস্থা হারালে সেই দেশে নৈরাজ্য, অরাজকতা ও হটকারীরা বৃদ্ধি পায়। তাই সরকারকে বলবো, দ্রুত ব্যবস্থা নিন। কোথায় কোন সমস্যা থাকলে তা রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলাপ করুন। যে কোন মূল্যে জনমনে আস্থা ফিরিয়ে আনতেই হবে এবং সেজন্য দ্রুততার সাথে ওসমান হাদীকে হন্তারক গ্রেফতার করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ