কুমিল্লার মুরাদনগর উপজেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক এবং জামিয়া দারুল উলুম মুহিউস সুন্নাহ করিমপুরের নায়েবে মুহতামিম মুফতি মানসুর কবির সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির সামনে একদল কালো মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের নগরপাড় গ্রামে নিজ বাড়ি থেকে মাহফিলে যাওয়ার উদ্দেশে বের হওয়ার সময় ওঁৎ পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। তাঁর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে আঘাত গুরুতর হওয়ায় এবং শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/