জুলাই আন্দোলনে সম্মুখসারির অন্যতম যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক।
রোববার (২১ ডিসেম্বর) সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ওসমান হাদির কবর জিয়ারত করতে যান।
এ সময় মাওলানা মামুনুল হক ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন। দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
শরীফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। গত ১৮ ডিসেম্বর রাতে তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
গতকাল শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে লাখ লাখ মানুষ অংশ নেন।
আরএইচ/