রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ১ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিনিধি দলের হাদির কবর জিয়ারত কওমি মাদরাসা সুনাগরিক তৈরির কারখানা: আল্লামা আবদুর রাজ্জাক আল হুসাইনী কুমিল্লায় হেফাজত নেতার ওপর সন্ত্রাসী হামলা

সীমান্তে বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লালমনিরহাটের পাটগ্রামে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ওই বিএসএফ সদস্যের নাম ‘বেদ প্রকাশ’ বলে জানা গেছে।

রোববার (২১ ডিসেম্বর) সীমান্ত আইন লঙ্ঘন করে দহগ্রাম ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আঙ্গরপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ডিএএমপি ১/৭ এস এর কাছে ডাঙ্গাপাড়া নামক স্থানে এই বিএসএফ সদস্যকে আটক করা হয়।

৫১-বিজিবি ও স্থানীয় সূত্রমতে, ‘বেদ প্রকাশ‘ ডাঙ্গাপাড়া নামক স্থানে ১৭৪/অর্জুন ক্যাম্পের সদস্য। তিনি ভারতীয় গরু ধাওয়া করে শূন্য লাইন অতিক্রমের পর বাংলাদেশের ২০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। তখন দহগ্রাম-আঙ্গরপোতা বিজিবি টহলরত সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসেন। আটক বিএসএফ সদস্যের কাছ থেকে ১টি শর্টগান ও ২ রাউন্ড গুলি, ১টি ওয়ারলেস সেট এবং একটি অ্যান্ড্রয়েড ফোন পাওয়া গেছে।

দহগ্রাম সংগ্রাম কমিটির সম্পাদক রেজানুর রহমান রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনোকিছু জানা যায়নি। দহগ্রাম ভারতবেষ্টিত হওয়ার কারণে বিএসএফ সদস্যরা বরাবরের মতো উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। তাদের এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ ও বাড়াবাড়ি বন্ধের দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে ৫১ বিজিবির পক্ষ থেকে কোনোকিছু না জানালেও বিএসএফ আটকের কথা নিশ্চিত করেছেন দহগ্রাম-আঙ্গরপোতা ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ