ফরিদপুর প্রতিনিধি,
ফরিদপুরের ভাঙ্গায় স্কুলছাত্রী মেয়ের পালিয়ে যাওয়ার অভিমানে এক মা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত মায়ের নাম মিম বেগম (৩৭)। তিনি উপজেলার আলগী ইউনিয়নের গোডাউন বালিয়া গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার কাজীর স্ত্রী। সকালে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মিম বেগম।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে ভাঙ্গা উপজেলার গোডাউন বালিয়া গ্রামের রেললাইন সংযোগ স্থানে এই হৃদয় বিদায়ক দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন ভাঙ্গা প্রস্তাবিত রেলওয়ে থানার ইনচার্জ সাফুর আহমেদ, এএসআই শওকত হোসেন, কনস্টেবল ফিরোজ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ অনেকে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মিম বেগমের মেয়ে আশিকা (১৪) ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। কয়েকদিন আগে আশিকা এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। পরে তাকে ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় ফিরিয়ে আনেন তার মা মিম বেগম। গতকাল মেয়েকে কোচিং করাতে ভাঙ্গা বাজারে নিয়ে যান তিনি। সেখান থেকে পুনরায় মেয়েটি পালিয়ে যায়। এরপর থেকেই মা মিম বেগম মানসিকভাবে ভেঙে পড়েন এবং আর বাড়িতে ফেরেননি। আজ সকালে রেললাইনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা আরো জানান, ট্রেনে কাটা পড়া মহিলাটি (মিম) খুবই ভালো মানুষ ছিলেন তবে মেয়ের (আশিকা) গতকাল চান্দ্রা গ্রামের এক ছেলের সাথে চলে যাওয়ায় তিনি অনেক কষ্ট, দুঃখ হতাশায় ভুগছিলেন। এই দুঃখে, লজ্জায় এবং হতাশায় মহিলাটি আত্মহত্যা করেন।
এবিষয়ে ভাঙ্গা রেলওয়ে প্রস্তাবিত থানার ইনচার্জ (এস.আই) সাফুর আহমেদ বলেন, "আমরা খবর শুনে দ্রুত ঘটনা স্থলে পৌঁছায়। ছিন্ন-ভিন্ন অবস্থায় এক মহিলার বিকৃত লাশ দেখতে পাই। মৃত্যের বিষয়ে ধারণা করা হচ্ছে মহিলাটি কোনো হতাশায় ভুগছিলেন এমন ঘটনা থাকতে পারে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।"
এমএম/
