সোমবার, ১১ আগস্ট ২০২৫ ।। ২৭ শ্রাবণ ১৪৩২ ।। ১৭ সফর ১৪৪৭

শিরোনাম :
দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গাজায় ইসরায়েলি হামলায় আল-জাজিরার ৫ সাংবাদিক নিহত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকে বাসের ধাক্কা, নিহত ১ আহত ৭ গাজা সিটি দখল পরিকল্পনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা ১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল, থাকছে ষাট গম্বুজ মসজিদের ছবি হজ ব্যবস্থাপনাকে ব্যবসা হিসেবে দেখি না: আয়েশা চৌধুরী ৩৩ বছরের ইমামের বিদায়ে কাঁদলেন এলাকাবাসী, দিলেন পাঁচ লক্ষাধিক টাকা কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশে লক্ষাধিক লোক জমায়েতের টার্গেট বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি মঈনুল, সম্পাদক আমিরুল ইসলাম ‘নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে আলেম-ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখার মতো’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের হামলায় অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। চাঁদা দাবি ও দোকান দখল সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি দোকানসংলগ্ন স্থানে এ হামলা হয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার দাবি জানান।

ঘটনার পেছনের কারণ
শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় স্টেশনের একটি দোকানের আগের চুক্তির মেয়াদ শেষ হলে কিছু শিক্ষার্থী নতুনভাবে তা ভাড়া নেন। এরপর থেকেই স্থানীয় একটি চক্র দোকানটি দখল নিতে এবং চাঁদা আদায় করতে চাপ দিতে থাকে।

২১-২২ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন,
“আমাদের জুনিয়ররা দোকানটি ভাড়া নেওয়ার পর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একজন কর্মকর্তা বাবুল তার লোকজন নিয়ে এসে চাঁদা দাবি করেন ও ভয়ভীতি দেখান। এতে রাজি না হলে আমাদের ওপর হামলা চালানো হয়।”

আরেক শিক্ষার্থী ইমাম হাসান বলেন,
“ঘটনার ঘণ্টাখানেক পেরিয়ে গেলেও প্রশাসনের কেউ আসেনি। এভাবে আমরা কীভাবে নিরাপদে পড়াশোনা করব?”

প্রশাসনের প্রতিক্রিয়া নেই, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা
হামলার দীর্ঘ সময় পরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ ঘটনাস্থলে না যাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভে বসেন। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া
ঘটনার খবর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকে বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ