চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা, আহত ৩
প্রকাশ:
০৮ আগস্ট, ২০২৫, ০২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশন সংলগ্ন এলাকায় স্থানীয়দের হামলায় অন্তত তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন। চাঁদা দাবি ও দোকান দখল সংক্রান্ত বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। শুক্রবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি দোকানসংলগ্ন স্থানে এ হামলা হয়। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার দাবি জানান। ঘটনার পেছনের কারণ ২১-২২ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, আরেক শিক্ষার্থী ইমাম হাসান বলেন, প্রশাসনের প্রতিক্রিয়া নেই, ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া এসএকে/ |