মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সাথে মার্কিন আইআরআই প্রতিনিধিদলের বৈঠক আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি দাবি না মানলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন ইবতেদায়ি শিক্ষকরা কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা

কোন সংবাদপত্রে কেমন কাভারেজ পেল ‘মার্চ ফর গাজা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের ইতিহাসে অন্যতম বড় সমাবেশ অনুষ্ঠিত হলো গতকাল শনিবার। ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে ঢাকায় জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। দেশি-বিদেশি গণমাধ্যমে গতকালের এই কর্মসূচির খবর বেশ ফলাও করে প্রচার হয়। অনেক বিদেশি মিডিয়ায়ও গুরুত্বের সঙ্গে কাভার করেছে গতকালের প্রোগ্রাম।

আজ রোববার (১৩ এপ্রিল) দেশের বেশির ভাগ শীর্ষ সংবাদপত্রে গতকালের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির খবর লিড নিউজ হয়েছে। দেশের প্রথম সারির কয়েকটি গণমাধ্যম এই সংবাদটি কীভাবে প্রচার করল সেটাই আমরা এখানে জানাবো।

দৈনিক প্রথম আলো বড় ছবি দিয়ে তিন কলামে লিড নিউজ করেছে। শিরোনাম করেছে ‘গণহত্যার প্রতিবাদে সরব বাংলাদেশ।’ দৈনিক আমার দেশ সবচেয়ে বেশি হাইলাইটস করেছে সংবাদটি।দৈনিকটির শিরোনাম ‘মুক্ত কর ফিলিস্তিন’। আট কলামজুড়ে বড় ছবি দিয়ে ইভেন্টটি কাভার করেছে আমার দেশ। দৈনিক যুগান্তরও বড় করে ছয় কলামে শিরোনাম করেছে। যুগান্তরের শিরোনাম ‘জাগো বিশ্ব জাগো মানবতা’। সঙ্গে বড় করে ছবিও দিয়েছে। দৈনিক নয়া দিগন্ত বড় করে দুটি ছবি ছেপেছে।এছাড়া ছয় কলামে লিড করেছে। শিরোনাম করেছে ‘জনসমুদ্রে গণহত্যার বিচার দাবি।’ দৈনিক সমকালও লিড নিউজ করেছে সংবাদটি। পত্রিকাটি শিরোনাম করেছে ‘ঢাকা মহাসমুদ্র, গণহত্যার প্রতিবাদ’। সঙ্গে বড় একটি ছবি ছেপেছে। আজকের পত্রিকায় সংশ্লিষ্ট ছবি বড় করে ছাপা হলেও প্রধান লিড করা হয়নি।প্রধান শিরোনামের পাশে দুই কলামে শিরোনাম করেছে ‘ফিলিস্তিনের সমর্থনে ঢাকার পথে জোয়ার।’ বাংলাদেশ প্রতিদিন বেশ গুরুত্বের সঙ্গে প্রধান শিরোনাম করেছে সংবাদটি। শিরোনাম করা হয়েছে ‘মার্চ ফর ঢাকায় প্রকম্পিত ঢাকা।’ সঙ্গে বড় করে একটি ছবি ছাপা হয়েছে। দৈনিক মানবজমিন প্রথম পৃষ্ঠা প্রায় পুরোটাজুড়ে কাভার করে ইভেন্টটি। শিরোনাম করেছে ‘জনতার মহাসমুদ্র’।শোল্ডারে লিখেছে ‘গাজার পাশে ঢাকা।’ সঙ্গে বড় ছবিও ব্যবহার করেছে। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে ‘ঢাকায় উত্তাল জনসমুদ্র, ফিলিস্তিনের প্রতি সংহতি।’ পত্রিকাটি প্রধান লিড না করলেও বড় করে ছবি ছেপেছে। দৈনিক ইত্তেফাক সবচেয়ে গুরুত্ব দিয়েছে সংবাদটিকে। প্রথম পৃষ্ঠায় পুরোটাজুড়েই ‘মার্চ ফর গাজা’র খবর স্থান পেয়েছে। বড় একটি ছবি দিয়ে শিরোনাম করেছে ‘মহাজনসমুদ্রে গগনবিদারী স্লোগান ফিলিস্তিন ফিলিস্তিন’।

নিচে শিরোনাম করেছে ‘ফিলিস্তিনের পাশে আছে বাংলাদেশের সব মানুষ।’ তবে সংবাদটি অপেক্ষাকৃত কম গুরুত্ব পেয়েছে দৈনিক ইনকিলাবে। ডানপন্থী ও ইসলামপন্থীদের পক্ষের এই দৈনিকটি লিড নিউজ করেনি। প্রথম পাতার মধ্যখানে ‘ইসরাইল নিপাত যাক’ শিরোনাম করেছে। দৈনিক কালবেলা বড় করে ছবি ছেপেছে। লিড নিউজ না করলেও পাশে বড় করে শিরোনাম দিয়েছে। দৈনিকটির শিরোনাম ‘উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান।’

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ