শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ ।। ১২ বৈশাখ ১৪৩২ ।। ২৭ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
"পাশ্চাত্যের শক্তি নয় আপনাকে ক্ষমতায় বসিয়েছে এদেশের কোরআনপ্রেমী জনতা” ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে সাভারে হেফাজতের বিক্ষোভ আমরা একজোট হয়ে ভারতকে জবাব দেব: মাওলানা ফজলুর রহমান পটিয়ার সাবেক সিনিয়র উস্তাদ মাওলানা আব্দুল মান্নান দানিশের ইন্তেকাল নারী সংস্কার কমিশনের কিছু ধারা কোরআন-সুন্নাহর খেলাপ: জামায়াত আমির  ‘নারী সংস্কার কমিশনের উদ্দেশ্য ধর্মীয় ও পারিবারিক কাঠামো ধ্বংস করা’ ঐতিহাসিক দারোগা বাগানের ৩ একর জায়গা উদ্ধার করলেন বন বিভাগ  পেহেলগাম হত্যার তীব্র নিন্দা দারুল উলুম দেওবন্দের অবশেষে ভারতীয়দের ভিসা বাতিল করল পাকিস্তান হজযাত্রায় গ্রামীণফোন গ্রাহকদের জন্য সুখবর!

দুধকুমার নদে ডুবে প্রাণ গেল হাফেজ তাসিম বিল্লাহর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদে গোসল করতে নেমে নিখোঁজের এক দিন পর মাদরাসাছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিমের (১৩) লাশ উদ্ধার করা হয়েছে। 
সোমবার (৭ এপ্রিল) বিকেলে তার লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।
নিহত তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজার এলাকার জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে গত চার মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে। 
স্থানীয়রা জানান, রোববার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদের তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। পরে ফেরার সময় মাঝ নদীতে ডুবে নিখোঁজ হয় সাজিম। এ সময় বাকিদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। ওইদিন বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করলেও খুঁজে পায়নি। সোমবার তার মরদেহ নদীতে ভাসতে দেখে উদ্ধার করে।
নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়। সোমবার পুনরায় উদ্ধারকাজ চলাকালে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার ভাটিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ