মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৮ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

ফরিদপুরে চিকিৎসককে মারধর, ভেঙে দিল দাঁত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন, ফরিদপুর

ফরিদপুর মেডিকেল কলেজে তুচ্ছ ঘটনায় এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এতে ওই চিকিৎসকের ২টি দাঁত ভেঙ্গে গেছে। এদিকে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার দুপুরে হাসপাতালের ট্রমা সেন্টার থেকে নিচে নামার সময় এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলরুবা জেবা।

আহত চিকিৎসক শাহীন জোদ্দার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক। তিনি শহরের কমরপুর এলাকার বাসিন্দা।

এদিকে শাহীন জোদ্দারের ওপর হামলার প্রতিবাদে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে স্থানীয় জনগণ।

প্রত্যক্ষদর্শীরা জানান, চিকিৎসক শাহীন জোদ্দার হাসপাতালের ট্রমা সেন্টার থেকে নিচে নামছিলেন। এ সময় জেড এম প্রাইভেট নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মোত্তাকিম নিচে থেকে উপরে উঠছিলেন। অসাবধানতাবশত শাহীন জোদ্দারের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে মোত্তাকিমের সাথে কথা-কাটাকাটির এক পর্যায় চড়-থাপ্পড় মারেন চিকিৎসক।

পরে বাড়ি ফিরে মুত্তাকিম তার লোকজন নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে ঘটনার জবাব চান। কথা কাটাকাটির এক পর্যায়ে শাহীন জোদ্দারকে মারধর করা হয়। এতে তার ২টি দাঁত ভেঙে যায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিম (২১) শহরের পশ্চিম খাবাসপুর এলাকার মো. আলমগীরের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নি করছেন।

অধ্যক্ষ দিলরুবা জেবা বলেন, শাহীন জোদ্দার একজন স্বনামধন্য চিকিৎসক। প্রকাশ্যে তাকে মারধর করার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। হাসপাতালের পক্ষ থেকে আমরা আইনি ব্যবস্থা নেব।

এ ছাড়া বিষয়টি ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগকে লিখিত আকারে জানাব। এ ঘটনার পর থেকে চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. মোরশেদ বলেন, এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে ১জনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে কথা বলতে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী মোত্তাকিমের মোবাইলে কল করা হলে তার নম্বর বন্ধ পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে জানিয়েছে পুলিশ।

এদিকে গতকাল সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে শাহীন জোদ্দারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি জানান স্থানীয় জনগণ।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ