সোমবার, ২০ অক্টোবর ২০২৫ ।। ৩ কার্তিক ১৪৩২ ।। ২৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ওমরায় গেলেন জামায়াতে ইসলামীর আমির ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে এক টাকাও লুটপাট হবে না: শায়খে চরমোনাই কোরআন অবমাননার দায় স্বীকার সেই অপূর্ব পালের জামায়াত-ইসলামী আন্দোলনসহ সমমনা দলগুলোর কর্মসূচি ঘোষণা তুরস্কে স্কলারশিপ পেলেন ৫ শিক্ষার্থী, এমবিএম ফাউন্ডেশনের সংবর্ধনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ফজলুর রহমান সিলেটে আসছেন ১৭ নভেম্বর জামায়াতের নির্বাচনি সভা ভণ্ডুল করে দিলেন বিএনপির নেতাকর্মীরা মিথ্যা মামলায় দুই মাদরাসা শিক্ষককে হয়রানি, মুক্তির দাবিতে মানববন্ধন চাঁদা না পেয়ে মসজিদের ইমামকে মারধর, স্ত্রীকে শ্লীলতাহানি ৫ দফা দাবিতে আন্দোলনরত দলসমূহের যৌথ সংবাদ সম্মেলন

ফরিদপুরে আড়াই শ’ হাফেজকে বিশেষ সংবর্ধনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

।।বেলায়েত হুসাইন।।

ফরিদপুরের বোয়ালমারীতে প্রায় আড়াই শ’ কুরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাতে উপজেলার চিতারবাজারস্থ মাদরাসাতুল ইহসানের ১২ বছর পূর্তি ইসলামি সম্মেলনে তাদের এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনায় প্রত্যেক হাফেজকে একটি করে সম্মাননা পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান উপলক্ষে ১২ বছর পূর্তি এই ইসলামি সম্মেলনে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের বর্ষীয়ান আলেম ও জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহতামিম আল্লামা শাহ আকরাম আলী, বয়ান পেশ করেন রাজধানীর ঢালকানগর মাদরাসার শাইখুল হাদিস মুফতী আব্দুল গফফার, বিশেষ বক্তা মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ও মাওলানা হাসান জামিল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া আজিজিয়া বাহিরদিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা আবুল খায়ের, গাজীপুরের হামিউস সুন্নাহ মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইন, রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, কমলেশ্বরদী মাদরাসার মুহতামিম মুফতী রওশন আহমাদ, মুফতি ফরিদ আহমাদ ও আলহাজ হাফেজ মোহাম্মদ মুছা।

উল্লেখ্য, মাদরাসাতুল ইহসানে এ বছর অন্তত ২৩৬ জন কোরআনের হাফেজকে বিশেষ সংবর্ধনা দেয়া হলো। তারা বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও জেলার স্বনামধন্য হিফজ শিক্ষক হাফেজ আনওয়ার হুসাইনের কাছ থেকে হিফজ সম্পন্ন করেছেন। যাদের অনেকে দেশের বিভিন্ন স্থানে নানা পদে সফলতার সাথে দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ