বুধবার, ০২ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত যুব মজলিস খারুয়া ইউনিয়নের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত ফ্যাসিবাদ বন্ধে পিআর পদ্ধতির নির্বাচন সর্বোত্তম পন্থা: চরমোনাই পীর দ্রুত গুম-খুনের বিচার ও শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি খালেদা জিয়ার জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের ৩৬ দিনব্যাপী কর্মসূচি  জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন

ঢাকার সঙ্গে সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় হামুনের কারণে ঢাকা (সদরঘাট) থেকে দেশের উপকূলীয় অঞ্চলসহ সারা দেশের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকার সঙ্গে সব রুটের লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল থেকে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যাচ্ছে না বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যান্তরীণ লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, ‘আজ (মঙ্গলবার) বিকেল থেকে উপকূলসহ সারা দেশের সঙ্গে ঢাকার (সরদঘাট) লঞ্চ যোগাযোগ বন্ধ ঘোষণা করেছে বিআইডাব্লিউটিএ।

সেই নির্দেশনা অনুযায়ী আমরা লঞ্চ চলাচল বন্ধ রেখেছি।’ 
তিনি আরো বলেন, উপকূল এলাকায় যে লঞ্চগুলো আছে, তাদেরকে সেখানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে লঞ্চ চলাচল স্বাভাবিক হবে।

মঙ্গলবার বিকেল থেকেই উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে।

লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে লক্ষ্মীপুর-ভোলা রুটের ফেরি চলাচলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট ঘাট থেকে স্পিডবোটসহ অন্যান্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
চাঁদপুর-ঢাকাসহ আরো কয়েকটি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ আছে।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ