সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ডিজিটাল বিভাগে লোকবল নেবে ঢাকা মেইল আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা, সালিশে মীমাংসা নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে

খাগড়াছড়িতে সিরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি

পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ [পিসব]ও আলোকিত ফাউন্ডেশন খাগড়াছড়ির উদ্যোগে প্রথমবারের মতো খাগড়াছড়ি জেলার শিশুদের জন্য সিরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (১১অক্টোবর) সকাল ১১টায় শিল্পকলা একাডেমিতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু  হয়।

আলোকিত ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন এর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, বিশেষ অতিথি হিসেবে পুরাতন পুলিশ লাইন জামে মসজিদের খতীব মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মানিকছড়ি দারুস্ সুন্নাহ মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুর মোহাম্মদ, মুহতামিম হাফেজ মাওলানা ফজলুল হক,  পূর্ব ইসলামপুর দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি মাকসুদুল করিম, মাটিরাঙ্গা দারুল উলুমের মুহতামিম মাওলানা আখতারুজ্জামান ফারুকী, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির মাহমুদ রশীদ, খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি মাওলানা নূরুল কবির আরমান, মোহাম্মদপুর জামে মসজিদের খতীব মাওলানা দেলাওয়ার হোসাইন, গোমতী মাদ্রাসার মুহতামিম হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে ১০০০কুইজ প্রতিযোগীদের মধ্যে উপজেলা পর্যায়ে নির্বাচিত ৩৫জনকে উপস্থিত মৌখিক প্রশ্ন করা হয়। এতে ১ম স্থান অর্জন করেন মাটিরাঙ্গা দারুল উলুম মাদ্রাসার ছাত্র মুহাম্মদ জুনায়েদ আল আ'রাফ, ২য় স্থান অর্জন করেন পানছড়ি ইসলামিক সেন্টার এর ছাত্র মুহাম্মদ ইয়াছিন ও ৩য় স্থান অর্জন করেন পানছড়ি ইসলামিক সেন্টারের ছাত্র মুহাম্মদ মাহদি ইমতিয়াজ।

পরে ১ম,২য় ও ৩য় স্থান অর্জনকারী ও উত্তীর্ণদের মাঝে আকর্ষণীয় পুরষ্কার, সম্মাননা ক্রেষ্ট ও সীরাত সম্বলিত মূল্যবান বই পুরষ্কার প্রদান করা হয়।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ