সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় শায়খ আহমাদুল্লাহর শোক নির্বাচনে নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা উপাচার্যকে ক্ষমা চাইতে হবে, অন্যথায় ‘কঠোর আন্দোলন’: বাকৃবি শিক্ষার্থীরা জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আল-আকসার ঐতিহাসিক পরিচয় মুছে দেওয়ার ষড়যন্ত্র ইসরায়েলের! আরো ৭ রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ছোটকাল থেকেই বাচ্চাদের জিদ নিয়ন্ত্রণের ১০ কৌশল ইমামকে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্তকে জুতাপেটা, সালিশে মীমাংসা নুরের শারীরিক অবস্থার উন্নতি, নেওয়া হবে কেবিনে সরকারের চিন্তা শুধু কী করলে এনসিপির সুবিধা হবে : মাসুদ কামাল

খড়ের গাদায় চাপা পড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজীতে খড়ের গাদায় চাপা পড়ে দুই ছেলেসহ মায়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আত্তার (৩৫) ও তার দুই ছেলে মো. শাহিদ (৫) ও মো. সিয়াম (২)। বুধবার ( ২০ সেপ্টেম্বর ) সকালে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের দক্ষিণ ধর্মপুর গ্রামে এই ঘটনা ঘটে।

জানা যায়, নিহত সুমি বুধবার সকালে বাড়ির সামনে শুকনো খড়ের গাদা থেকে খড় কেটে গরুকে দিচ্ছিলেন। এ সময় তার দুই ছেলেও মায়ের পাশে খেলছিল। গাদা থেকে খড় টেনে বের করার সময় হঠাৎ খড়ের গাদাটি ভেঙে তাদের ওপর পড়ে। স্থানীয়রা মা ও দুই সন্তানকে উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমজাদ হাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর হোসেন বলেন, মা ও দুই শিশু সন্তানের মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, নিহত তিনজনের মরদেহ ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় ফুলগাজী থানায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে বলেও জানান তিনি।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ