আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছর উপলক্ষে গতকাল পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করা হয়। দীর্ঘদিন দিনের প্রথা ভেঙে এবারই প্রথম নতুন বছরের প্রথমদিন এই গিলাফ পরিবর্তন করা হয়েছে। এর আগে হজের দিনে করা হতো।
হিজরি সালকে গুরুত্ব দিতেই প্রথমবার প্রথা ভেঙে পবিত্র কাবার গিলাফ পাল্টানো হয়েছে। আজ (বাংলাদেশ) ১ মহররম। হিজরি নববর্ষ। একজন মুসলিম হিসেবে আরবী সাল জানা আমাদের নৈতিক দায়িত্ব। এটাই স্মরণ রাখা উদ্দেশ্য। এ উদ্দেশ্যেই হারামে স্থানীয় সময় পহেলা মহররম পবিত্র ঘরে নতুন গিলাফ পরিধান করানো হয়েছে।
এবারের গিলাফটি ৬৫৮ বর্গমিটার। গিলাফটি তৈরিতে ৬৭০ কেজি কালো রেশম কাপড় ব্যবহার করা হয়েছে। ৪৭টি কাপড়ের টুকরোকে বিশেষ মেশিনে সেলাই করা হয়েছে সোনা ও রুপার প্রলেপযুক্ত সুতো দিয়ে।
এরপর কালো গিলাফের গায়ে মেশিনের ছাপ দিয়ে লেখা হয় রব্বে কাবার নাম ও গুণাবলি। এছাড়াও গিলাফে মোট ১০০ কেজি রুপা এবং ১২০ কেজি স্বর্ণ ব্যবহার করা হয়েছে।
-এটি
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        