শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং। টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজ্য সভায় উভয় এমপির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

শুক্রবার থেকে যেহেতু তারা আর পার্লামেন্টে সদস্য থাকছেন ‍না তাই নিজেদের সাংবিধানিক দায়বদ্ধতা পূরণ করতে তারা দুইজনই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মোদীর মন্ত্রিসভায় নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং আরসিপি সিং স্টিল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, বুধবার মোদী দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নাকভি ও সিং য়ের প্রশংসা করেন।

মোদীর প্রশংসাই বলে দিচ্ছে, দুইমন্ত্রী বুধবারই মন্ত্রিসভায় শেষ বৈঠক করেছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরপরই নাকভি এবং সিং জাতীয় পর্যায়ে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বিজেপির প্রধান কার্যালয়ে দেখা করেন।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাকভিকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে বিজেপি। আগামী অগাস্টে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। না হলে নাকভিকে কেন্দ্র শাসিত কোনো অঞ্চলের গভর্নর করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ