শনিবার, ২৩ আগস্ট ২০২৫ ।। ৭ ভাদ্র ১৪৩২ ।। ২৯ সফর ১৪৪৭

শিরোনাম :
জুলাই সনদ নিয়ে মতামত দিল ২৩ রাজনৈতিক দল ওয়ান উম্মাহ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী ও উসামা ওমরের কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত ফেনী-২ আসনে নির্বাচন করবেন এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু গুম-খুনের জন্য হাসিনার বিচার আবশ্যক: মির্জা ফখরুল ডাকসু নির্বাচনে নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা সাদিক কায়েমের মেঘনা নদী থেকে জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার চট্টগ্রামে চোর সন্দেহে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, দুইজন আহত ঋতুরাজ শরৎ: মানুষ ও প্রকৃতির উচ্ছ্বাস হাসিনার উসকানিমূলক বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১৫ কিলোমিটার যানজট

মোদীর মন্ত্রিসভা থেকে মুখতার আব্বাস নাকভির পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ইউনিয়ন মন্ত্রী মুখতার আ‌ব্বাস নাকভি ও আরসিপি সিং। টাইমস অব ইন্ডিয়া জানায়, রাজ্য সভায় উভয় এমপির মেয়াদ আগামী বৃহস্পতিবার শেষ হবে।

শুক্রবার থেকে যেহেতু তারা আর পার্লামেন্টে সদস্য থাকছেন ‍না তাই নিজেদের সাংবিধানিক দায়বদ্ধতা পূরণ করতে তারা দুইজনই নিজেদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। মোদীর মন্ত্রিসভায় নাকভি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং আরসিপি সিং স্টিল মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা ‘টাইমস অব ইন্ডিয়া’কে বলেন, বুধবার মোদী দেশের উন্নয়নে অবদান রাখার জন্য নাকভি ও সিং য়ের প্রশংসা করেন।

মোদীর প্রশংসাই বলে দিচ্ছে, দুইমন্ত্রী বুধবারই মন্ত্রিসভায় শেষ বৈঠক করেছেন। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষ হওয়ার পরপরই নাকভি এবং সিং জাতীয় পর্যায়ে বিজেপি প্রধান জেপি নাড্ডার সঙ্গে বিজেপির প্রধান কার্যালয়ে দেখা করেন।

ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, নাকভিকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারে বিজেপি। আগামী অগাস্টে ভাইস প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। না হলে নাকভিকে কেন্দ্র শাসিত কোনো অঞ্চলের গভর্নর করা হতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ