শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

‎কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

‎কক্সবাজারের পেকুয়ায় অটোরিকশা চাপায় সাইফুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় মসজিদের ইমাম ছিলেন। ‎‎

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে মগনামা সাবমেরিন নৌ ঘাঁটি সড়কের পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা স্টেশন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ‎‎নিহত হাফেজ সাইফু্ল ইসলাম (৪৫) পেকুয়া সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত নুরুল আলমের ছেলে।

‎‎প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার হাসান বলেন, নিহত হাফেজ সাইফুল ইসলাম আমার দোকানের সামনে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় পেকুয়া বাজার দিক থেকে আসা মগনামামুখী একটি বেপরোয়া অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় লুটিয়ে পড়েন অটোরিকশাটি উল্টে গিয়ে ৩ জন যাত্রীও আহত হন। পরে হাফেজ সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎নিহতের পরিবার জানায়, হাফেজ সাইফুল ইসলাম চট্টগ্রামের রাউজান এলাকায় একটি মসজিদে ইমামতি করতেন। চাকরির কারণে বেশ কিছু দিন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা হয় না। ছুটি নিয়ে নিজ এলাকায় এসে ছোট বোনকে দেখতে পেকুয়া ভোলাইয়াঘোনা বোনের শ্বশুর বাড়িতে যান। বোনের সঙ্গে দেখা করে ফিরতি পথে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন তিনি। হাফেজ সাইফুল ইসলাম ৩ সন্তানের জনক।

‎পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে মামলা করবে না উল্লেখ করে আবেদন করা হয়। এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ