শেখ নাসির উদ্দিন, খুলনা: ‘আমরা একটি ন্যায়ভিত্তিক, প্রতিনিধিত্বশীল, শান্তিপূর্ণ ও শ্রমিকবান্ধব রাজনৈতিক সংস্কৃতি চাই। সেই পথের একমাত্র সমাধান হলো পিআর ভিত্তিক নির্বাচন। শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামি শক্তিকে ক্ষমতায় আনতে হবে।’
ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর ও খুলনা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ আব্দুল আউয়াল এ কথা বলেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর বলেন, দেশের গণতান্ত্রিক রাজনীতিতে সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।
তিনি বলেন, বর্তমান সংখ্যাগরিষ্ঠতাভিত্তিক নির্বাচনী পদ্ধতিতে জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হয় না। এর ফলে জাতীয় রাজনীতিতে বৈষম্য, অস্থিরতা ও অন্যায় প্রভাব বিস্তার পায়।
জনগণের ভোটের অনুপাতে দলগুলো মধ্যে আসন বণ্টনকেই গণতান্ত্রিক ও ন্যায়সংগত পদ্ধতি বলে মন্তব্য করেন নায়েবে আমীর তিনি বলেন, এতে ভোটের মূল্য সংরক্ষিত থাকবে। ছোট ও নতুন রাজনৈতিক দলগুলোও প্রতিনিধিত্বের সুযোগ পাবে। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা বৃদ্ধি পাবে।
সমাবেশে মাওঃ আব্দুল আউয়াল বলেন, জুলাই সনদের আইনী ভিত্তি ও স্বীকৃতির দাবিতে জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আহ্বান জানান।
ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া কখনোই শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে না বলে মন্তব্য করেন সমাবেশের বিশেষ অতিথি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুফতী মুহিবুল্লাহ কাজেমী, তিনি বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি রাষ্ট্র গঠন করতে চায়, যেখানে মানুষ ও কুকুর খাদ্যের জন্য লড়াই করবে না, মালিক-শ্রমিক দ্বন্দ্ব থাকবে না।’ তিনি খালিশপুরের সকল বন্ধ মিল কারখানা অবিলম্বে চালু করে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করার আহ্বান জানান।
সস্কার, বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন, নভেম্বরে গণভোট, বন্ধ মিল কল-কারখানা চালু, শ্রমিক বান্ধব রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এর উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২ টায় নগরীর খালিশপুর পিপলস গোল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ পলাশ শিকদার এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ জিহাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি শেখ হাসান ওবায়দুল করিম, সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, খালিশপুর থানার সভাপতি হাফেজ আব্দুল লতিফ, মাওঃ নুরুজ্জামান, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম নাসিব।
প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক আন্দোলন মহানগর সিনিয়র সহ সভাপতি মোল্যা রবিউল ইসলাম তুষার, মোঃ আব্দুল মান্নান সরদার, মৌলভী মোঃ আল-আমিন গাজী, মোঃ আল-আমিন (বিডিআর), মোঃ শাহিন খাঁন, মোঃ আবুল কাশেম, মোঃ আবু হানিফ, মোঃ মকবুল হোসেন, মাওঃ আব্দুল্লাহ, আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ মনির শেখ, মাওঃ সোহরাফ হোসেন, কে, এম রশিদ আহম্মেদ, মোঃ ইলিয়াস হোসেন সুজন, মাওঃ খলিলুর রহমান, মোঃ মাসুম শেখ, মোঃ কামাল হোসেন, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ আব্দুর রহিম, মোঃ মিলন হাওলাদার, মোঃ আলী হোসেন, মোঃ বাকী বিল্লাহ, মোঃ রবিউল ইসলাম, মোঃ ফিরোজ, মোঃ আলম হোসেন, মোঃ হারুন আর-রশিদ, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, ডাঃ মোঃ আয়নাল মোল্যা, আলহাজ্ব নজরুল ইসলাম, মোঃ ওহিদুল ফকির, গাজী মোঃ মুরাদ হোসেন, মোঃ আল-আমিন, মোঃ রমজান আলী, মোঃ কবির হোসেন, মোল্যা খায়রুল বাশার প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ শেষে একই স্থানে বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়।
এলএইস/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              