যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সিরাত অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ২০২৫। সারাদেশের কয়েক হাজার প্রতিযোগীর মধ্য থেকে বাছাইকৃত ৩০ জন সেরা প্রতিযোগী অংশগ্রহণ করেন চূড়ান্ত পর্বে। চ্যাম্পিয়ন হন নাজিফা, যিনি উমরা পুরস্কার অর্জন করেন এবং রানার্স-আপ হন ইসমাইল সামি।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক জ্বালানী উপদেষ্টা ও দৈনিক আমার দেশ এর সম্পাদক মাহমুদুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শামসুল আলম, ডাকসু ভিপি সাদিক কায়েম, তামীরুল মিল্লাত ট্রাস্টের সেক্রেটারি অধ্যক্ষ জয়নুল আবেদীন, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রাক্তন উপ-পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম, যমুনা গ্রুপের পরিচালক ড. মো. আলমগীর আলম।
বিচারক হিসেবে ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি সাইফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আবুজর গিফারী, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সহকারী পরিচালক আবু নাইম, এবং দেশের অন্যান্য বিশিষ্ট আলেম ও উলামা।
অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের হাফেজ মোহাম্মদ সিয়াম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন বিশ্বজয়ী হাফেজ শেখ নাজিরুল্লাহ ও শাহ আব্দুল্লাহ আল মাহমুদ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হোসেন রিয়াদ, মোস্তফা আফিফ, নাহিদ ইমদাদ সহ অনেকে অনুষ্ঠানকে সফল করতে অবদান রেখেছেন।
টাইটেল স্পন্সর ছিলেন ইনফিনিটি মেগামল এবং কো-স্পন্সর হিসেবে ছিলেন শরিফ হজ্ব গ্রুপ, সিটি ইসলামিক, লেকচার ও সবুজ পত্র।
এলএইস/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              