শনিবার, ০১ নভেম্বর ২০২৫ ।। ১৫ কার্তিক ১৪৩২ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ সেকেন্ডের ঝটিকা মিছিল শেষে কারাগারে ছাত্রলীগ-যুবলীগের ১২ নেতাকর্মী ‘যথেষ্ট সফলতা আছে, তবে ১৫ বছরের জঞ্জাল ১৫ মাসে পরিষ্কার করা যায় না’ ব্যাংকগুলোতে ক্যাশ নেই, চরম ভোগান্তিতে গাজার মানুষ বাধ্যতামূলক সেনা নিয়োগের বিরুদ্ধে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে : মাওঃ আব্দুল আউয়াল দেশের সর্ববৃহৎ সিরাত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত ‘যারা ভোটের জন্য বেহেশতের টিকিটের কথা বলে বেড়ায় তাদের থেকে সাবধান’ ঝটিকা মিছিল করতে গিয়ে গ্রেপ্তার আ.লীগের তিন হাজার নেতাকর্মী ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায় নভেম্বর থেকে নতুন পোশাক পাচ্ছে মহানগর পুলিশ

ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে মহাসড়কে নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কিশোরগঞ্জের ভৈরবকে জেলা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর ঢাকা-সিলেট মহাসড়কে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে আন্দোলনকারী ছাত্র-জনতা। এ সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের একপাশ বন্ধ রেখে নামাজ আদায় করেন তারা। এ সময় অন্য পাশ দিয়ে যানচলাচল স্বাভাবিক ছিল। তবে ঢাকাগামী সব ধরনের যান চলাচল ২০ মিনিট বন্ধ ছিল।

এ বিষয়ে ভৈরব জেলা বাস্তবায়ন মঞ্চের নেতা সাইফুর রহমান শাহরিয়ার, জাহিদুল ইসলাম ও মহিউদ্দিন জানান, ভৈরব জেলা বাস্তবায়ন আল্লাহপাক যেন কবুল করেন। সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে জুমার নামাজের পর দুর্জয় মোড়ে ২ রাকাত নফল নামাজ আদায় করা হয়েছে। ভৈরব জেলা বাস্তবায়নের জন্য শান্তিপূর্ণ কমর্মসূচি অব্যাহত থাকবে।

তারা আরও বলেন, ভৈরবকে জেলা হিসেবে ২০০৯ সালে প্রজ্ঞাপন জারি করা হলেও এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার যদি দ্রুত ভৈরবকে জেলা বাস্তবায়ন পদক্ষেপ না নেয় তাহলে সামনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

জানা গেছে, ভৈরব জেলা বাস্তবায়নের দাবিতে টানা কর্মসূচি চলছে। আজ ছিল পঞ্চম দিন। এর আগে, গত রোববার ঢাকা-সিলেট, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়ক ২ ঘণ্টা অবরোধ করে। এ সময় ৩ কিলোমিটার এলাকা যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে ট্রেন ও লঞ্চ টার্মিনাল অবরোধ করা হয়।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ