fbpx
           
       
           
       
একদিনে বিশ্বে শনাক্ত ৩ লাখ ২৯ হাজার, মৃত্যু ৭০২
জুলাই ০৫, ২০২২ ৯:৪০ পূর্বাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৭০২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ২৯ হাজার ৬৬ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৪৪৬ জন।

এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬২ হাজার ৩১৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ কোটি ৫০ লাখ ৮২ হাজার ৪৬০ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫২ কোটি ৯৮ লাখ ৭৭ হাজার ৯৪৩ জন।

মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

-কেএল