fbpx
           
       
           
       
রাজধানীর জামি’আতুল বালাগ আলইসলামিয়ায় ভর্তি চলছে
মে ০৮, ২০২২ ২:৩৮ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মধ্যবাড্ডা আদর্শনগরে অবস্থিত জামি’আতুল বালাগ আলইসলামিয়ায় ভর্তি চলছে।

আগামীকাল সোমবার থেকে ভর্তি শুরু হবে। কোটা পূরণ হওয়া পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

জানা যায়, নতুন ভর্তি আগ্রহী শিক্ষার্থীদের ২ কপি ছবি, এনআইডি কার্ডের ফটোকপি বা জন্ম নিবন্ধনের ফটোকপি, বাবা বা মায়ের এনআইডি কার্ডের ফটো কপি ও আগের মাদরাসার সার্টিফিকেট সাথে আনতে হবে।

যাবতীয় খরচ- ফরম: ১০০
ভর্তি: ৩০০০
খাবার ও অন্যান্য খরচ: ৪৩০০ (মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছলদের জন্য ছাড়ের সুযোগ রয়েছে)

বিভাগসমূহ: ইফতা বিভাগ (২বছর) মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা-এর সিলেবাস অনুযায়ী পাঠদান।
কিসমুল আদব ও কিসমুল লুগাহ
মাদানী নেসাব ১ম, ২য় ও ৩য় বর্ষ।
নূরানি, নাযেরা ও হিফজ বিভাগ

যাতায়াত: শ-৫৮, আদর্শনগর, মধ্যবাড্ডা( লিংক রোড থেকে পূর্বদিকের গলিতে, মেডিলিংক হাসপাতালের পিছনের গলি) , ঢাকা।

যোগাযোগ: অফিস- ০১৮৩৪-৫২৪২৮৫, মুহতামিম- ০১৮১৭-৫১০১৮০

সর্বশেষ সব সংবাদ