fbpx
           
       
           
       
জনপ্রিয় নাতে রাসূল ‘মোস্তফা’ গেয়ে প্রশংসায় ভাসছেন নাশীদ শিল্পী তাওহিদ জামিল
এপ্রিল ২২, ২০২২ ৮:২১ অপরাহ্ণ

মাহমুদুল হাসান
বিশেষ প্রতিবেদক>

জাতীয় শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংগঠন কলরব এর তরুন নাশীদ শিল্পী তাওহিদ জামিল জনপ্রিয় নাতে রাসুল ‘মোস্তফা’ গেয়ে প্রশংসায় ভাসছেন। শিল্পীর সঙ্গে আরও দুজন শিশু শিল্পী রিফাত রহমান ও জাহিদুল ইসলাম শাওন গেয়েছেন।

দেশের সর্ববৃহৎ ইসলামিক নাশীদের ইউটিউব চ্যানেল হলি টিউনে মোস্তাফা নাশিদটি ২১ এপ্রিল রাত ১০ টা অবমুক্ত হয়। নাশীদের ভিডিওতেও ভিন্নতা ফুটে উঠেছে।

এর আগে নিজের লেখা এবং সুর করা বেশ কয়েকটি নাশীদ গেয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন শিল্পী তাওহিদ জামিল।

এ পর্যন্ত তার নিজের লেখা ও সুর করা প্রকাশিত সংগীত হলো, হৃদয় মাঝে মালা গাঁথি, মাদিনা, শুধুই তুমি, হৃদয়ের পাতায় তোমারি ছবি, মুহাম্মদ রাসুল, একদিন হবে লাশ ইত্যাদি।

এ ছাড়া তিনি লক্ষ তারার মাঝে তুমি একটি তারা, ভবের খেলা, পাপ দরিয়া, ত্বলা আল বাদরু আলাইনা, স্বপ্ন আমার যতো মনের মাঝে, যিকির, হাসবি রব্বি জাল্লাল্লাহ গানগুলো গেয়েছেন।

তাওহিদ জামিলের জন্ম ১৯৯৭ সালে নরসিংদী জেলার শিরপুর থানায়। শৈশবেই ইসলামি সংগীতের সাথে সম্পর্ক হয় তার এবং পরে জাতীয় সংগঠন কলরবে এসে তার প্রতিভা বিকশিত হয়।

-এএ

সর্বশেষ সব সংবাদ