fbpx
           
       
           
       
চট্টগ্রামে ২৪ ঘণ্টায়ই সহস্রাধিক করোনা আক্রান্ত
জানুয়ারি ২১, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: কোভিড ১৯-এর সংক্রমণ বেড়েই চলেছে। একদিনেই চট্টগ্রামে এক হাজারের বেশি করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ৮০৭ জনই চট্টগ্রাম নগরীর বাসিন্দা।

শুক্রবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যে বলা হয়েছে— আগের ২৪ ঘণ্টায় জেলায় মোট এক হাজার ১৭ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এই সময়ে মারা গেছেন একজন।

দিনে শনাক্তের হার পৌঁছেছে ৩৩ দশমিক ১ শতাংশে। অর্থাৎ প্রতি তিনজনের মধ্যে একজন করোনাভাইরাসে আক্রান্ত।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী জানান, তিন হাজার ৮০ জনের নমুনা পরীক্ষা করে তাদের মধ্যে সহস্রাধিক ব্যক্তির মধ্যে কোভিড শনাক্ত হয়েছে।

-এএ

সর্বশেষ সব সংবাদ