
নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানো বড় চ্যালেঞ্জ: শিক্ষামন্ত্রী
আওয়ার ইসলাম ডেস্ক: নতুন বছরে সময়মতো পাঠ্যপুস্তক ছাপানোতে বড় চ্যালেঞ্জ… ...
আওয়ার ইসলাম ডেস্ক : ঢাকা শনির আখড়ার মাহাদুল কুরআন মদরাসার পৃথক বালিকা শাখার জন্য চারজন সহকারি শিক্ষিকা, হিফজ শাখার জন্য একজন বাবুর্চি ও একজন দারোয়ান নিয়োগ দিচ্ছে।
মাহাদুল কুরআন ঢাকা এর পরিচালক জনাব মুহাম্মদ উবাইদুল্লাহ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
সহকারি শিক্ষিকা –
৪ জন (অনাবাসিক) । শিক্ষাগত যোগ্যতা: তাকমিল/হাফিজা/আলিম/নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত (মুয়াল্লীমা) সহিহ তিলাওয়াত বাধ্যতামূলক।
বাবুর্চি –
একজন (আবাসিক)। শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি।
দারোয়ান –
একজন (আবাসিক)। শিক্ষাগত যোগ্যতা: পঞ্চম থেকে অষ্টম শ্রেণি।
বেতন-ভাতা আলোচনা সাপেক্ষে।
আগ্রহী প্রার্থীদেরকে মাদরাসার পক্ষ থেকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মোবাইলে অথবা সরাসরি যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
ঠিকানা : শনির আখড়া, বর্ণমালা স্কুল সংলগ্ন, দনিয়া, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬।
ইমেইল : [email protected]
ফেসবুক পেজ : https://www.facebook.com/mahadulquran2019
মোবাইল : ০১৬৩৮-২৯৮৯৫৪, ০১৬৩১-৬১০৩৮৪
-এডব্লিউ