বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শুরার সদস্য হলেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২ অক্টোবর) রাজধানীর জামিয়া ইকরা বাংলাদেশে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায়  ৪৪ জেলার বিভিন্ন মাদরাসা থেকে প্রতিনিধিগণ উপস্থিত  ছিলেন বলে জানা গেছে।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের প্রথম কাউন্সিলে বোর্ডটির মজলিসে শূরার সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামিআ ইকরা বাংলাদেশের শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। সদস্য সচিব হয়েছেন আল জামিআতুল ইসলামিয়া ইদারাতুল উলুম, ঢাকার মুহতামিম মুফতি মোহাম্মাদ আলী।

এছাড়া মজলিসে শুরার সদস্য পদে রয়েছেন  দারুল উলুম আযমিয়া, বনশ্রী, ঢাকার মুহতামিম মাও. ইয়াহইয়া মাহমুদ, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, খুলনার মুহতামিম মুফতি আবুল কাসেম ড. মাও. মুশতাক আহমদ, মুহতামিম, জামিয়া শায়েখ জাকারিয়া, দক্ষিণখান, ঢাকা। মুফতী মুমতাযুল করীম, মুহতামিম, জামিআ আরাবিয়া খাদিজাতুল কুবরা, খুলনা, মাও. ক্বারী শামসুল হক মুহতামিম, জামেয়া ইসলামিয়া হেমায়েতুল ইসলাম সিলেট।

মজলিসে শুরার সদস্য পদে আরো আছেন,  মাও. হুসাইন আহমদ, মুহতামিম, জামিআ কাসেমিয়া ধনতলা, রংপুর, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মুহতামিম, জামিআ আশরাফিয়া খাগডহর, ময়মনসিংহ , মাও. ইমদাদুল্লাহ কাসেমী, মুহতামিম, জামিআ মাদানিয়া আসআদুল উলুম, খুলনা, মাও. হিফজুর রহমান, মুহতামিম, আহাজ্জ শামসুদ্দীন ভূইয়া জামেয়া ইসলামিয়া, কিশোরগঞ্জ।

মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন, মাও. শাহাদাত হুসাইন, মুহতামিম, জামিআ ইসলামিয়া ভাসানটেক, ঢাকা, মাও. আবদুর রহীম কাসেমী, মুহতামিম, তাকওয়া মাদরাসা ও এতিমখানা, ঢাকা, মাও. আবদুল আলীম ফরীদী, মুহতামিম, জামিআ আশরাফিয়া নূরেরচালা, ঢাকা, মাও. আব্দুল বাতেন ফরীদী, মুহতামিম, নশাসন ইসলামিয়া কওমি মাদরাসা, শরিয়তপুর, মাও. শরফুদ্দীন, মুহতামিম, মাদরাসাতুউসমান বিন আফফান , মাও. সাঈদ নিজামি, মুহতামিম, জামিয়াতুল ইসলাহআল মাদানিয়া, কিশোরগঞ্জ , মাও. আরিফ উদ্দীন মারুফ,মুহতামিম, জামিআ ইকরা বাংলাদেশ, মাও. শওকত আলী কাসেমী, মুহতামিম, জামিআ হানিফিয়া বাঘিবাড়ী, নরসিংদী, মাও. আবদুল কাইয়্যুম খান, মুহতামিম, জামিআ ইসলামিয়া নূরুল উলূম কুলিয়ারচর,

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন, মাও. সদরুদ্দীন মাকনুন, মুহতামিম, ইকরা তাহফীজুল কুরআন বাংলাদেশ, ঢাকা, মাও. মুখলিছুর রহমান, মুহতামিম, আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা সিলেট, মুফতি গোলামুর রহমান সদস্য মুহতামিম, ইমদাদুল উলূম রশিদিয়া মাদরাসা, খুলনা, মাও. মোজাফ্ফর হুসাইন, মুহতামিম, জামেয়া হাফসা রা মহিলা মাদরাসা, খুলনা, মাও. আবুবকর , মুহতামিম, জামিআতুস সাহাবা বাগেরহাট , মুফতি রেজাউল হক আব্দুল্লাহ , মুহতামিম, দারুল উলুম মাদরাসা মিরপুর, ঢাকা, মাও. মফিজ উল্লাহ , মুহতামিম, জামেয়া তৈয়বা (পুরুষমহিলা), খুলনা, মাও. আতিকুর রহমান, মুহতামিম, রওজাতুল বানাত মহিলা মাদরাসা, গাজীপুর,  মাও. মুফতি সাইফুল্লাহ মুহতামিম, জামিআতুস সুন্নাহ মহিলা মাদরাসা, মাও. মুফতি নুরুজ্জামান নূরী, মুহতামিম, আয়শা সিদ্দীকা মহিলা মাদরাসা,ময়মনসিংহ, মাও. ফুয়াদ মাহমুদ মুহতামিম, খাদিজা বিনতে খোওয়াইলিদ, কিশোরগঞ্জ, মাও. মফিজুল হক মুহতামিম, পঞ্চগ্রাম খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, কিশোরগঞ্জ।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন,  মাও. মুখতার হুসাইন  মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া দারুল কুরআন, নরসিংদী , মাও. আবদুল ওয়াদুদ মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া খাতুনে, জয়পুরহাট, মাও. মুখতাছার রহমান মুখলেছ সদস্য মুহতামিম, তা’লীমুদ্দীন বালিকা কওমী মাদরাসা, দিনাজপুর, মাও. আবদুল মজিদ, মুহতামিম, পশ্চিম কুপতলা মহিলা মাদরাসা, গাইবান্ধা , মাও. আবদুল্লাহ, মুহতামিম, আছিয়া খাতুন মহিলা মাদরাসা, কিশোরগঞ্জ, মাও. জিয়াউর রহমান সদস্য মুহতামিম, দারুস সালাম মহিলা মাদরাসা, নেত্রকোণা , মাও. শহিদুল্লাহ শেরপুরী, মুহতামিম, হাসানাবাদ ছগীরিয়া কাসিমুল উলূম মাদরাসা, নরসিংদী , মাও. হাবিবুল্লাহ , মুহতামিম, ফজিলাতুন্নেসা কওমী মহিলা মাদরাসা, খুলনা , মাও. ইদরি মুহতামিম, জামিয়া উমর বিন খাত্তাব রা. (বালক-বালিকা) মাগুরা।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন,  মাও. আবদুল মতিন, মুহতামিম, জামিয়া ইসলামিয়া কওমিয়া দারুল হাদীস, মৌলভীবাজার, মাও. তরিক বিন বেলায়েত, মুহতামিম, জামিআ আরাবিয়া দারুল আরকাম মাদরাসা, নড়াইল, মাও. জাকির হোসাইন মুহতামিম, বাকসিবাড়ী মদিনাতুল উলূম মহিলা মাদরাসা, ময়মনসিংহ , মাও. নজরুল ইসলাম, মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া সোহাগী, ময়মনসিংহ, মাও. ঈমান আলী, মুহতামিম, জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া মাদরাসা, টাঙ্গাইল, মাও. তাসলিম মাহমুদ, মুহতামিম, কাশীপুর জামিউল উলুম আশরাফিয়া, ময়মনসিংহ, মাও. আইয়ুব আনসারী, মুহতামিম, আল মাদরাসাতুল ফয়জিয়া মদিনাতুল উলুম, দিনাজপুর, মাও. লিয়াকত আলী, সদস্য মুহতামিম, আনোয়ারুল উলুম শাক পালদিয়া, ফরিদপুর।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন,  মাও. সাখাওয়াতুল্লাহ, মুহতামিম, জামেয়া আরাবিয়া ত্বৈয়্যিবাহ জাদিদাহ্, খুলনা, মাও. বশীরুল্লাহ কাসেমী, মুহতামিম, দারুল হুদা মহিলা মাদরাসা, ঢাকা, মাও. মাসরুর মুহতামিম, দারুল উলূম মাদানীনগর মাদরাসা, ফরিদপুর, মাও. হারুনুর রশিদ মুহতামিম, নারানদিয়া রেল স্টেশন কওমী মাদরাসা, নড়াইল, মাও. রাশেদুল ইসলাম, মুহতামিম, জামিয়া আরবিয়া বাগে জান্নাত কওমী মাদরাসা, যশোর।

আরো আছেন, মাও. দেলওয়ার হোসেন মুহতামিম, আল হেরা মহিলা মাদরাসা, লালমনিরহাট, মাও. উসমান গণি মুহতামিম, আল জামিয়াতুল ইসলামিয়া কুরআননিয়া, চট্টগ্রাম, মাও. আবদুল কাদের , মুহতামিম, শিয়াল খোয়াহাট হাফিজিয়া মাদরাসা, লালমনিরহাট, মাও. এজাজ আহমদ, মুহতামিম, দারুল উলূম মদীনাতুল উলূম মাদরাসা, পঞ্চগড়,  মাও. জাহিদুল ইসলাম সদস্য মুহতামিম, দক্ষিন ধলডাঙ্গা মাষ্টারপাড়া নূরানী মাদরাসা, কুড়িগ্রাম।

জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের মজলিসে শূুরার সদস্য পদে আরো আছেন,  হাফেজ আবুল হোসেন মুহতামিম, মাদরাসাতু উম্মে হাবিবা রা. লিল বানাত, রংপুর,  মাও. নূরে আলম সিদ্দিকী, মাও. রায়হান, মুহতামিম, গিরদা মদীনাতুল উলূম মাদরাসা, নারায়নগঞ্জ , মাও. মাহমুদ, মুহতামিম, দারুল উলুম রশিদিয়া কওমী মাদরাসা, চাঁদপুর,   হাফেজ শরীফুল ইসলাম, মুহতামিম, তাহফীজুল ইন্টারন্যাশনাল মাদরাসা, ঢাকা, মাও. ইউনুস, মুহতামিম, রিয়াজুছছলিহাত ইসলামিয়া বালিকা মাদরাসা, কক্সবাজার।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ