রবিবার, ২৬ অক্টোবর ২০২৫ ।। ১০ কার্তিক ১৪৩২ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বরগুনার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিএনপিতে যোগদানের খবরটি মিথ্যা নবীজির জীবনাদর্শ অনুসরণে জীবন আলোকিত হবে: ধর্ম উপদেষ্টা বাংলাদেশ-পাকিস্তান একে অপরকে সহযোগিতা করে যাবে–ড. ইউনূসকে জেনারেল সাহির ‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’ ভাগ্যের পরিবর্তন চাইলে ইসলামকে ক্ষমতায় নিতে হবে: শায়খে চরমোনাই মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পথচারীর মৃত্যু, কারণ অনুসন্ধানে কমিটি গঠন ফেব্রুয়ারি নয়, জানুয়ারিতেই নির্বাচনের দাবি গণঅধিকার পরিষদের মনিগাঁও মাদরাসার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ২৯ নভেম্বর কোনোভাবেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না: পীর সাহেব চরমোনাই ৫ দফা দাবিতে যুগপৎ কর্মসূচি সফল করার আহ্বান জামায়াতের

‘আলেম সমাজকে প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীতে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতি আজ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি রাজনৈতিক ইভেন্ট নয়, বরং দীর্ঘ ১৮ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধারের এক ঐতিহাসিক সুযোগ। তারা মনে করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে—জাতির ঐক্যবদ্ধ কণ্ঠ কখনো ব্যর্থ হয় না। তাই বিভাজন নয়, এখন প্রয়োজন ঐক্য ও মূল্যবোধনির্ভর রাজনীতি চর্চার।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীতে জুলাই জোটের উদ্যোগে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জুলাই জোটের সদস্য মাওলানা মাবরুরুল হক। স্বাগত বক্তব্য দেন জোটের অন্যতম সদস্য মাওলানা জামিল সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ও রাষ্ট্রচিন্তক মাওলানা মূসা আল হাফিজ।

অনুষ্ঠানে বক্তারা তরুণ আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা হোন বিভাজনের হাতিয়ার নয়, ঐক্যের সেতুবন্ধন। আবেগের অনুসারী নয়, বিবেকের আলোকবর্তিকা। প্রান্তিক রাজনীতির শিকার নয়, বরং মূল্যবোধনির্ভর নেতৃত্বের নির্মাতা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালাী উল্লাহ আরমান, মাওলানা সালেহ আহমাদ আজম, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, ডাকসুর ভিপিপ্রার্থী আবিদুল ইসলাম খান, লেখক ও গবেষক মাওলানা ইফতিখার জামীল, এনসিপির যুগ্ম আহ্বায়ক মাওলানা আশরাফ মাহদী ও যুগ্ম সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক, মাওলানা মুর্শিদ সিদ্দিকী, যুব মজলিসের সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, ডাকসু ভিপিপ্রার্থী জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, ছাত্র মজলিসের সাবেক সভাপতি মাওলানা বেলাল আহমাদ চৌধুরী, মাওলানা তানজিল আমীর, মাওলানা জাওয়াদ আহমাদ, মাওলানা সাব্বির আহমাদ, মাওলানা তকী হাসান, জুলাই জোটের নেতৃবৃন্দের মধ্যে মাওলানা সাইফুল্লাহ তামিম, মাওলানা আনাস বিন ইউসুফ, মাওলানা সাজিদ আব্দুল্লাহ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইকরামুল মারজান চৌধুরী, মাওলানা ইমরুল শাহেদ, মাওলানা রশিদ আহমাদ তকী প্রমুখ।

বৈঠকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে তোলা হয়—

১. কীভাবে নির্বাচনে ধর্মীয় ও মতাদর্শিক বিভাজন এড়ানো সম্ভব?

২. তরুণ আলেম সমাজ কীভাবে ঐক্যের ও মূল্যবোধনির্ভর রাজনীতির নেতৃত্ব দিতে পারে?

৩. কীভাবে উন্নয়ন ও নৈতিকতার সমন্বয়ে আধুনিক ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়া যায়?

বক্তারা বলেন, একদিকে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা যেমন স্পষ্ট, অন্যদিকে দ্বীনের বিকৃতি ও নীতিবিচ্যুতিকে ধর্মের নামে প্রতিষ্ঠার অপচেষ্টাও একটি বাস্তব চ্যালেঞ্জ। এই প্রেক্ষাপটে আলেম সমাজকে ‘ওয়ারাসাতুল আম্বিয়া’ হিসেবে তাদের প্রকৃত ভূমিকা পালনে অগ্রণী হতে হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ