fbpx
           
       
           
       
বিশ্বের সেরা সুন্দর শিশুর তালিকায় প্রথম স্থানে ইরানের ‘অনাহিতা’
জুলাই ২১, ২০২১ ৯:৩৬ অপরাহ্ণ

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্বের সেরা সুন্দর শিশুর খেতাব পেয়েছে এ ছোট্ট মেয়েটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার ছবি। ইরানের অনাহিতা হাশেমজাদেহ।জম্ম ইরানের ইসফাহান শহরে।

২০১৬ সালের ১০ জানুয়ারি মা-বাবার কোল আলো করে জন্ম হয় এই ছোট্ট মেয়ের। মনভোলানো খিলখিলিয়ে হাসিতে গোটা বিশ্বের মানুষকে তার দিকে তাকাতে বাধ্য করেছে।

নীল চোখের অনাহিতার প্রথম ছবি তার মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ২০১৮ সালে। এরপরই নেটিজেনরা মজেছেন এই ছোট্ট মেয়ের চোখজুড়ানো নিষ্পাপ সৌন্দর্যে।

এখন বিশ্বজুড়ে হাজার হাজার ফ্যান এই পাঁচ বছুরের। ছোট্ট সেলেব্রিটি ইরানি সুন্দরী অনাহিতার যাবতীয় আ্যকাউন্ট সামলান তার মা। সূত্র : পুবের কলাম

-কেএল

সর্বশেষ সব সংবাদ