মোস্তফা ওয়াদুদ: অমুসলিমদের তাবিজ দেয়া যাবে কি? যদি দেয়া যায় তাহলে কি ওই তাবিজই দিবে-যা মুসলমানদের দেওয়া হয়? নাকি অমুসলিমকে আলাদাভাবে কিছু লিখে তাবিজ দেয়া হবে? অথবা অমুসলিমকে কি রুকইয়্যাহর জন্য কুরআন শোনানো যাবে?
দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে এসব প্রশ্নের জবাবে বলা হয়, ‘অমুসলিমকে তাবিজ দিতে পারবে। সাথে সাথে তাকে কুরআন শোনানো ও রুকইয়্যাহ করাতে পারবে।’
অবশ্য যদি এরকম মনে হয় যে অমুসলিম ব্যক্তি তাবিজের সম্মান, মর্যাদা রক্ষা করতে পারবে না। অথবা তার দ্বারা তাবিজের প্রতি অসম্মানের আশঙ্কা হয়, তাহলে তাকে কোরআনের আয়াত সম্বলিত তাবিজ দেওয়া যাবে না। আল্লাহ তায়ালা ভালো জানেন।
দেবন্দের ওয়েবসাইটে বর্ণিত ফতোয়ার লিঙ্ক: https://darulifta-deoband.com/home/ur/oaths-vows/63068
এমডব্লিউ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        