বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন ইসলামী আন্দোলন কর্মী মাসরুর যুব জমিয়তের সম্মেলন বাস্তবায়ন কমিটির প্রস্তুতি সভা এবার দেশের মানুষ ইসলামি শক্তিকে ক্ষমতায় চায়: পীর সাহেব চরমোনাই ট্রাম্পের হুমকিতে নতি স্বীকার করবেন না মামদানি ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি হামাস  ‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক নূর মোস্তফা গাছ শুধু পরিবেশের বন্ধু নয়, এটি একটি সদকায়ে জারিয়া: শিবির নেতৃবৃন্দ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে নয় : এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে  জীবন গেলো কিশোরের আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিদ্যালয় পরিবর্তন করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অষ্টম শ্রেণি পর্যন্ত উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিদ্যালয় পরিবর্তনে সময় বেঁধে দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচি।

গতকাল সোমবার (৩ মে) এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের আগামী ১৫ মে’র মধ্যে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা/থানা শিক্ষা অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২০ সালের অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অথবা অন্য কোনও শ্রেণিতে উপবৃত্তি পাওয়া শিক্ষার্থী প্রতিষ্ঠান পরিবর্তন করে অন্য উপবৃত্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানে ২০২১ সালে ভর্তি হলে শিক্ষার্থী কর্তৃক আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আগামী ১৫ মে’র মধ্যে প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে।

যে পদ্ধতিতে আবেদন করতে হবে

১) HSP-MIS -এ প্রবেশ করে ম্যেনুবার অনুসরণ করে ‘উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী’ বাটনে ক্লিক করতে হবে।
২) ‘শিক্ষার্থীর প্রতিষ্ঠান পরিবর্তন’ বাটনে ক্লিক করতে হবে।
৩) ‘শ্রেণি’ অপশনে কিল্ক করে ‘খুঁজুন’ বাটনে ক্লিক করতে হবে।

৪) শিক্ষার্থীর নামের তালিকায় ‘কার্যক্রম’ এর নিচের বাটনে ক্লিক করতে হবে।
৫) বদলিকৃত শিক্ষার্থীর তথ্য অর্থাৎ বিভাগ, জেলা, উপজেলা, বদলি প্রতিষ্ঠান সিলেক্ট করে ‘শিক্ষার্থী ট্রান্সফার’ বাটনে ক্লিক করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থী ভর্তিকৃত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সয়ংক্রিভাবে ট্রান্সফার হবে। উল্লেখ্য, আগে অধ্যায়নরত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বর্ণিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান HSP-MIS এর মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করবেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ