fbpx
           
       
           
       
শিরোনাম :
জাতীয় পার্টি মহাজোটের অংশীদার নয়: জি এম কাদের
ফেব্রুয়ারি ২১, ২০২১ ৪:৫৮ অপরাহ্ণ

আওয়ার ইসলাম: জাতীয় পার্টি মহাজোটের কোন অংশীদার নয় মন্তব্য করে দলটির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতীয় পার্টি বিরোধী দল হিসেবেই মানুষের কাছে পরিচিত।

বৃহস্পতিবার বনানীর কার্যালয়ে দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি কোনো রাজনৈতিক দলের বি টিম নয় ৷ জাতীয় পার্টি একটি স্বতন্ত্র দল।

এসময় অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি। পার্টির চেয়ারম্যান মনে করেন, তা না হলে দলকে সামনে এগিয়ে নেয়া সম্ভব নয়। সার্বিকভাবে সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত করারও তাগিদ দেন তিনি।

এমডব্লিউ/

সর্বশেষ সব সংবাদ