বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ ।। ১৯ আষাঢ় ১৪৩২ ।। ৮ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
এবার দেশের মানুষ ইসলামি শক্তিকে ক্ষমতায় চায়: পীর সাহেব চরমোনাই ট্রাম্পের হুমকিতে নতি স্বীকার করবেন না মামদানি ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবে ‘হ্যাঁ’ বলেনি হামাস  ‘জুলাই শহীদ’ স্বীকৃতি পাচ্ছেন রোহিঙ্গা যুবক নূর মোস্তফা গাছ শুধু পরিবেশের বন্ধু নয়, এটি একটি সদকায়ে জারিয়া: শিবির নেতৃবৃন্দ বিচার ও সংস্কার ছাড়া নির্বাচনে নয় : এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে  জীবন গেলো কিশোরের আলেমদের আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে: ধর্ম উপদেষ্টা দেশের স্বার্থে বিএনপি ছাড় দিতে প্রস্তুত : তারেক রহমান ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত বাতিল করুন: খেলাফত আন্দোলন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে জোরালো ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা সংকটসহ বিদ্যমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘকে আরও সুনিশ্চিত ও জোরালো ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২৩ অক্টোবর) বৈশ্বিক এ সংগঠনটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বার্তায় এ আহ্বান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গা সঙ্কটের মতো এখনো এমন কিছু ক্ষেত্র রয়েছে, যেখানে অনেক জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় আরও সুনির্দিষ্ট ও শক্তিশালী ভূমিকা রাখতে পারে জাতিসংঘ।

তিনি বলেন, দারিদ্র্য, ক্ষুধা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসবাদ, নিরাপত্তাহীনতা, জলবায়ু পরিবর্তনের নানা সমস্যায় এখনো জর্জরিত বিশ্ব। এর প্রত্যেকটি সমস্যা সমাধানে বৃহত্তর পদক্ষেপের পাশাপাশি সমন্বিত প্রচেষ্টা দরকার।

তিনি আরো বলেন, একসঙ্গে কাজ করার মাধ্যমেই আমরা কেবল ভবিষ্যতের মহামারি এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করতে পারি।

শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে জাতিসংঘের সনদে অন্তর্ভুক্ত বাংলাদেশ নীতি ও লক্ষ্যগুলোর প্রতি তার অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর প্রথম বক্তৃতায় বঙ্গবন্ধু বিশ্ব শান্তির প্রতি দ্ব্যর্থহীন প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সেইসঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি সংহতির ওপর জোর দেন। বহুপক্ষীয়তার পক্ষে কথা বলার পাশাপাশি জাতীয় ও বিশ্বব্যাপী মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তার প্রাজ্ঞ দর্শন এবং দৃষ্টিভঙ্গি দ্বারা জাতিসংঘের সাথে আমাদের সম্পৃক্ততা পরিচালিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, শান্তিপূর্ণ, টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারের বিশ্ব গঠনের পক্ষে বাংলাদেশ। আর এর জন্য সকল অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ