সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫ ।। ১৭ ভাদ্র ১৪৩২ ।। ৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাপার কার্যক্রম স্থগিতে সরকারকে পদক্ষেপ নিতে বলল এনসিপি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, প্রো-ভিসি ও প্রক্টর সহ আহত দুই শতাধিক ধর্ম উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনারের সাক্ষাৎ  নির্বাচন ঘিরে অশুভ শক্তির অপতৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে ‘চবির ঘটনা নীলনকশার অংশ কি না খতিয়ে দেখতে হবে’ ১৮ সেপ্টেম্বর উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জমিয়তের ‘নিষিদ্ধ ছাত্রলীগ সারা দেশে কালেক্টিভ অ্যাটাকের পরিকল্পনা করছে’ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল আলিয়া মাদরাসার অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষা ডিসেম্বরে আমি রাজনীতি থেকে বিরত হব না: ফজলুর রহমান

আল্লামা আহমদ শফীসহ অন্যান্য আলেমদের কটুক্তি, বক্তা গ্রেপ্তার (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

মাহফিলে দেশের শ্রদ্ধাভাজন আলেম দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী ও অন্যান্য আলেম ও  দাড়ি-টুপি নিয়ে ‘আক্রমণাত্মক বক্তব্য’ রাখায় চট্টগ্রামের সাতকানিয়া থেকে মাহবুবুল হক আল কাদেরী ওরফে নূরে বাংলা নামে অপর এক বক্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১০টার দিকে এলকার মৌলভীর দোকান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানার পুলিশ।

জানা গেছে, গত ৩ ডিসেম্বর সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত হন মৌলানা মাহবুবুল হক আল কাদেরী।

অভিযোগে জানা গেছে, তিনি ওই মাহফিলে হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী, মাওলানা আমির হামজা, মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য রাখেন। পরে ওই মাহফিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করার অভিযোগ এনে মাহবুবুল হক আল কাদেরীকে গ্রেপ্তার করা হয়।

মাহবুবুল হক আল কাদেরীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে বলে নিশ্চিত করেছেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল কবির। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন সাতকানিয়া ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল মুবিন।

গ্রেফতারকৃত বক্তা যা বলেছিলেন (ভিডিও)

https://www.facebook.com/1102187529811861/videos/559060188274142/

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ