শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

আজ মুগদায় আসছেন তিন সুরের পাখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ ৫ ডিসেম্বর রাজধানীর মুগদার জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসার ৬ষ্ঠ বার্ষিক ইসলামি মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে এতে আলোচনা করবেন সময়ের প্রতিনিধিত্বশীল তিন ওয়ায়েজ।

উত্তরমুগদাপাড়ার বাইতুল ওয়াদুদ জামে মসজিদের পূর্ব পাশের খালি জায়গায় এ দিন বাদ আছর থেকেই মাহফিল শুরু হবে বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন আয়োজকরা।

বাদ মাগরিব থেকে বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব মাওলানা সাদেকুর রহমান আজহারী তার সুর লোহরী ও গুরুত্বপূর্ণ আলোচনায় মুগ্ধ করবেন দর্শকদের।

বাদ এশা ইলমি ও আমলি বয়ান করবেন দারুল উলুম বনশ্রীর মুহতামিম ও বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ইয়াহইয়াহ মাহমুদ।

সবশেষ রাত ৯টা ৩০ মিনিট থেকে মারকাযুত তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক দেশব্যাপী সাড়াজাগানো ওয়ায়েজ মুফতি হাবিবুর রহমান মিছবাহর কান্নাজড়িত কণ্ঠের ওয়াজে প্রভুর দরবারে অশ্রু ফেলবেন শ্রোতা ও এলাকাবাসী।

এছাড়াও এ মাহফিলে আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত থাকবেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব আল্লামা হাম্মাদুল্লাহ রাহমানী, মদিনাবাগ জামে মসজিদের খতিব মাওলানা আব্দুর রহমান ও মুগদা মান্ডা ইমাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসাইন।

জামিয়াতুস সালাম মদিনাবাগ মাদরাসা কর্তৃপক্ষ ও মাহফিল পরিচালনা কমিটি জানিয়েছেন, প্রতিবছর আমরা সময়ের প্রতিনিধিত্বশীল ওয়ায়েজ এবং স্থানীয় ওলামায়ে কেরামদের নিয়ে মাহফিলের আয়োজন করে থাকি। এতে এলাকার সকলশ্রেণীর মানুষ সতঃফূর্তভাবে উপস্থিত হয়।

‘আশা করছি, এ বছরের মাহফিলে শ্রোতাদের ভরপুর অংশগ্রহণ থাকবে।’ জানান আয়োজক কমিটি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ