বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

'আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে মাকাসিদুশ শরীআহ'র জ্ঞান অপরিহার্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার বিরুলিয়াস্থ শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এ সহযোগী প্রতিষ্ঠান– ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’ এর উদ্যোগে ২৯ নভেম্বর (শুক্রবার) ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে এক ইলমী সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ-এর পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “মাকাসিদুশ শরীআহ’ (مقاصد الشريعة الإسلامية) বা ‘ইসলামী শরীআহর অন্তর্নিহিত লক্ষ্য-উদ্দেশ্য’—ইসলামী আইন বিষয়ক জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা; যা স্বয়ংসম্পূর্ণ একটি ফন ও শাস্ত্র হিসেবে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে ব্যাপক গবেষণাকর্ম চললেও আমাদের দেশের ইলমী হালকা তথা দীনি মাদরাসাগুলোতে এখনো এ বিষয়ে গবেষণা ও পঠন-পাঠন শুরু হয়নি।”

“বিষয়টির সাথে আমাদের নবীন আলেমগণ একেবারেই অপরিচিত, অথচ শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তা’লীম, তাযকিয়াহ, লেখালেখি ও গবেষণা’র কাজ আঞ্জাম এবং আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে ‘মাকাসিদুশ শরীআহ’ ইলম অনুধাবন করা জরুরি। ”

“তাছাড়া শরীআহ’র কোনো মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হলে ‘মাকাসিদুশ শরীআহ’ বা শরীআহ’র মূল লক্ষ্য-উদ্দেশ্য জানা আবশ্যক। সুতরাং ‘মাকাসিদুশ শরীআহ’ শাস্ত্রটি আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের ক্ষেত্রে একটি মাইলফলক। এই গুরুত্ব বিবেচনায় শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’- مركز دراسات مقاصد الشريعة নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু করেছে।”

“এই বিভাগের উদ্দেশ্য আলেমদের মধ্যে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক জ্ঞান চর্চার বিকাশ এবং মাকাসিদের আলোকে আধুনিক সমস্যাবলীর সমাধান পেশ করা। সে উদ্দেশ্যেই আজকের ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক সেমিনার।”

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন লেখক ও গবেষক শাইখ মুফতি উছমান গণী, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সহকারী পরিচালক মাওলানা নূরুদ্দীন, মুফতি তারিক জামিল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ