শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫ ।। ২৯ কার্তিক ১৪৩২ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আমার পিতা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার অন্যতম পুরোধা: মাওলানা মাহমুদ মাদানী  খতমে নবুওয়াত মহাসম্মেলন: গাড়ি পার্কিং ও জরুরি দিকনির্দেশনা বিদেশিদের দালাল আর পাশের দেশের প্রেসক্রিপশনে আর নয়: চরমোনাই পীর গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে জাতির সাথে তামাশার শামিল: অধ্যাপক মাওঃ ইমরান আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে জমিয়তের পূর্ণ সংহতি ও সমর্থন কোন দলের আপত্তি কতটা বিবেচনায় নিলেন ড. ইউনূস গণভোটে আমরা রাজি, অপশনের বিষয়ে সিদ্ধান্ত জনগণের খতমে নবুওয়াত মহাসম্মেলন সফল করার আহ্বান মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়ার ঢাকা-১৬ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর পরিচিতি ও মতবিনিময় সভা নোয়াখালীতে মধ্যরাতে ফুটবল খেলা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১৮

'আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে মাকাসিদুশ শরীআহ'র জ্ঞান অপরিহার্য'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার বিরুলিয়াস্থ শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট এ সহযোগী প্রতিষ্ঠান– ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’ এর উদ্যোগে ২৯ নভেম্বর (শুক্রবার) ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে এক ইলমী সেমিনার অনুষ্ঠিত হয়।

উক্ত সেমিনারে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ে মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ-এর পরিচালক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, “মাকাসিদুশ শরীআহ’ (مقاصد الشريعة الإسلامية) বা ‘ইসলামী শরীআহর অন্তর্নিহিত লক্ষ্য-উদ্দেশ্য’—ইসলামী আইন বিষয়ক জ্ঞানের একটি সমৃদ্ধ শাখা; যা স্বয়ংসম্পূর্ণ একটি ফন ও শাস্ত্র হিসেবে আজ মুসলিম বিশ্বের বিভিন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ে পঠিত হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয়গুলোতে এ বিষয়ে ব্যাপক গবেষণাকর্ম চললেও আমাদের দেশের ইলমী হালকা তথা দীনি মাদরাসাগুলোতে এখনো এ বিষয়ে গবেষণা ও পঠন-পাঠন শুরু হয়নি।”

“বিষয়টির সাথে আমাদের নবীন আলেমগণ একেবারেই অপরিচিত, অথচ শরীআহ উলূমে গভীরতা অর্জন এবং ফতোয়া, দাওয়াহ, তা’লীম, তাযকিয়াহ, লেখালেখি ও গবেষণা’র কাজ আঞ্জাম এবং আধুনিক সমস্যাবলীর সমাধান দিতে ‘মাকাসিদুশ শরীআহ’ ইলম অনুধাবন করা জরুরি। ”

“তাছাড়া শরীআহ’র কোনো মৌলিক বিষয় নিয়ে গবেষণা করতে হলে ‘মাকাসিদুশ শরীআহ’ বা শরীআহ’র মূল লক্ষ্য-উদ্দেশ্য জানা আবশ্যক। সুতরাং ‘মাকাসিদুশ শরীআহ’ শাস্ত্রটি আধুনিক যুগের সমস্যাবলীর সমাধানের ক্ষেত্রে একটি মাইলফলক। এই গুরুত্ব বিবেচনায় শায়খ আবুল হাসান আলী নদভী ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট ‘সেন্টার ফর মাকাসিদুশ শরীআহ স্টাডিজ’- مركز دراسات مقاصد الشريعة নামে স্বতন্ত্র একটি বিভাগ চালু করেছে।”

“এই বিভাগের উদ্দেশ্য আলেমদের মধ্যে ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক জ্ঞান চর্চার বিকাশ এবং মাকাসিদের আলোকে আধুনিক সমস্যাবলীর সমাধান পেশ করা। সে উদ্দেশ্যেই আজকের ‘মাকাসিদুশ শরীআহ’ বিষয়ক সেমিনার।”

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন লেখক ও গবেষক শাইখ মুফতি উছমান গণী, ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের সহকারী পরিচালক মাওলানা নূরুদ্দীন, মুফতি তারিক জামিল প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ