বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

ইসলামী দাওয়াহ ইনস্টিটিউটের সীরাত প্রতিযোগিতার ১ম পুরস্কার উমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নবীজি পড়ো। কিছু প্রশ্নের উত্তর দাও। আর ঘুরে আসো নবীজির দেশ মদিনা, এ স্লোগান সামনে রেখে ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশ সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হবে-পাঁচই জানুয়ারী ২০২০।

এ প্রতিযোগিতার বিষয়ে ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশের পরিচলক মুফতি যুবায়ের আহমদ বলেন, আমাদের দেশে আজ প্রায় সকল মহলে অজ্ঞতা বিরাজ করছে। অথচ রাসুল সা. উত্তম আদর্শ। আমাদের উচিৎ রাসুল সা. এর জীবন সম্পর্কে জানা সে অনুযায়ী আমল করা।

আর সেজন্যই ইসলামী দাওয়াহ ইনস্টিটিউট বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করেছে। যেনো মানুষ সীরাত সম্পর্কে জানতে পারে। এ প্রতিযোগিতার জন্য আমরা একটি বই প্রকাশ করেছি। এ বইটি পড়ে প্রতিযোগিতার উত্তর দিতে হবে।

১ম পুরস্কার ওমরা পালন, ২য় একটি ল্যাপটপ, ৩য় পুরস্কার তিনটি স্মার্ট ফোন, ৪র্থ পুরস্কার একটি ট্যাব, ৫ম পুরস্কার ৫০ জনকে ৫০টি আকর্ষণীয় পুরস্কার। এছাড়াও ৩০০টি শান্ত্বনা পুরস্কার থাকবে।

প্রতিযোগিতায় অংশ নেয়ার নিয়মাবলী

প্রতিযােগীদের নিয়মাবলী

১. একটি বই ১৫ টাকা দিয়ে ক্রয় করতে হবে। তাতে একটি ফরম আছে, ফরমের ফটোকপি গ্রহণযােগ্য হবে না।

২. সাদা কাগজে স্পষ্ট অক্ষরে উত্তর লিখে ফরমের সাথে সংযুক্ত করে ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

৩. স্পষ্ট অক্ষরে পূর্ণ ঠিকানা লিখতে হবে (ফোন নাম্বারসহ) ।

৪. উত্তর প্রদানে কাটাকাটি গ্রহণযােগ্য হবেনা। ৫. এক নামে একাধিক ফরম বাতিল বলে বিবেচিত হবে।

৬. ৩১ ডিসেম্বরের মধ্যে আয়ােজকদের নিকট ফরম জমা দিতে হবে।

৭. ডাকযােগ/কুরিয়ার সার্ভিস/অন্য কোন মাধ্যমে ৩১ ডিসেম্বরের
পর কোন উত্তরপত্র গ্রহণযােগ্য হবে না।

৮. কোন সম্যসা হলে আয়ােজকদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ৯. ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের সুযােগ রয়েছে।

১০. মা-বােনদের মধ্যে যারা বিজয়ী হবেন তাদের ঠিকানায় পুরষ্কার পৌছে দেয়া হবে। ১১. আয়ােজক ও দাওয়াহ বিভাগ সংশ্লিষ্ট কেউ প্রতিযােগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ১২. সার্বক্ষণিক খবরা খবরের জন্য চোখ রাখুন।
www.facebook.com/iomedu.org

যোগাযোগ- 01779-434476,01798-418100।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ