বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

মক্কা ও মদিনায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃষ্টি প্রার্থনা করে বিশেষ নামাজ আদায় করা হয়েছে সৌদি আরবের মক্কা ও মদিনায়। বৃহস্পতিবার সকালে মক্কার কাবা শরিফের চত্বর ও মদিনার মসজিদে নববীতে বৃষ্টির জন্য ‘সালাতুল ইসতিকসকা’ আদায় করা হলো। এর আগে মঙ্গলবার বাদশাহ সালমান বৃষ্টির জন্য সবাইকে আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন। রাজকীয় বিবৃতিতে দেশের প্রত্যেক নাগরিককে নবীর সুন্নত অনুসরণে এ নামাজ আদায় করার জোর আহ্বান জানান বাদশাহ সালমান।

পবিত্র কাবা শরিফের চত্বরে রহমতের বৃষ্টির জন্য আদায় করা বিশেষ নামাজের ইমামতি করেন মসজিদের হারামের নিয়োগপ্রাপ্ত নতুন খতিব শায়খ ড. বানদার ইবনে আবদুল আজিজ আল বালিলাহ। এ সময় উপস্থিত ছিলেন মক্কার গভর্নর প্রিন্স খালেদ আল ফয়সালসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আর মসজিদে নববীতে সালাতুল ইসতিসকার ইমামতি করেন মসজিদে নববীর নতুন খতিব শায়খ ড. আহমদ তালিব হামেদ। মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসসহ মসজিদে হারামের অন্য ইমামদের উপস্থিতিতে নামাজ সম্পন্ন হয়।

দেশটিতে প্রতিবছরই একাধিকবার ইসতিসকার নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। অনাবৃষ্টি বা খরা দেখা দিলেই হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমতের বৃষ্টির জন্য নামাজ ও দোয়া করতেন। এরই ধারাবাহিকতায় বৃষ্টির জন্য নামাজ আদায় করা হলো।

প্রসঙ্গত, ইসতিসকা শব্দের অর্থ পানি প্রার্থনা করা। সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে আল্লাহ তায়ালার কাছে একনিষ্ঠভাবে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে বৃষ্টির জন্য প্রার্থনা জানাতে হয়। এ নামাজকে ইসতিসকার নামাজ বলে। এ নামাজের জন্য কোনো আজান, একামত নেই। ইসতিসকার নামাজ জামাতে পড়তে হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ