রবিবার, ০২ নভেম্বর ২০২৫ ।। ১৭ কার্তিক ১৪৩২ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭


নির্বাচনের আগে বিশ্ব ইজতেমা হচ্ছে না: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবারের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না। সরকার ও তাবলিগ জামাত কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ভোটের পর সুবিধাজনক সময়ে বিশ্ব ইজতেমার আয়োজন করা হতে পারে।

রোববার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের মুরব্বিদের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।

বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে তাবলিগ জামাতের ইজতেমা হচ্ছে না। নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যে হবে। সে ক্ষেত্রে রমজানের আগে আর ইজতেমা হবে না। রমজানের পর ইজতেমা হতে পারে।

উপদেষ্টা বলেন, তাবলিগের উভয় গ্রুপ এ ব্যাপারে সম্মতি দিয়েছেন। পরবর্তী সময়ে তারা বসে ইজতেমার তারিখ ঠিক করবেন।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তবে দুই পক্ষের ইজতেমা একসঙ্গে হওয়ার কোনো সুযোগ নেই। আলাদা আলাদাভাবেই হবে।

ড. আ ফ ম খালিদ হোসেন জানান, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সে ব্যাপারে তারা ভাবছেন না। নির্বাচনের আমেজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ