বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ।। ১৩ কার্তিক ১৪৩২ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী জুলাই সনদ বাস্তবায়ন হওয়া ছাড়া নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই : নাহিদ ইসলাম তালাক নয়, সংশোধনেই সমাধান: শায়খ আহমাদুল্লাহ শহীদের রক্তের বদলা ইসলামের বিজয়ের মাধ্যমেই নেওয়া হবে : মাসুদ মেট্রোরেল নিরাপদ, যাত্রীদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের দেশকে বিএনপি তিনবার ও আ.লীগ একাধিকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল: চরমোনাই পীর টেকসই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় : মাসুদ সাঈদী আফগান শান্তি আলোচনা ভেঙে যাওয়ার কারণ ভারত: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী অবৈধ মোবাইলের ব্যবহার বন্ধ করতে চালু হচ্ছে এনইআইআর সিস্টেম ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানের সফল উড্ডয়ন

ইনসাফভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে : মোহাম্মদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাইলে বিশ্বস্ত ব্যক্তিদের সংসদে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ও সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনের জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
 
তিনি বলেন, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত হলো, নিজের মধ্যে ইনসাফ বা ন্যায়ের চর্চা প্রতিষ্ঠা করা। পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে দায়িত্বশীলরা যদি ন্যায়পরায়ণতা ও ভারসাম্য বজায় রাখেন, তবে দেশে শান্তি ও স্থিতি প্রতিষ্ঠা অনায়াসেই সম্ভব।
 
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাতিরপাড়া বাজারে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনের দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
 
মোহাম্মদ আলী বলেন, ইনসাফ ইসলামের শিক্ষা। কিন্তু বৃহত্তর জৈন্তাবাসী ইনসাফ থেকে পরিপূর্ণভাবে বঞ্চিত। যারাই সংসদে গিয়েছেন, এই জনপদের মানুষদের বার বার ঠকিয়েছেন। তাই প্রাকৃতিক সম্পদে ভরপুর হয়েও গোয়াইনঘাট, জৈন্তাপুর এবং কোম্পানীগঞ্জ উপজেলা আজও পিছিয়ে রয়েছে। সব দিক থেকে পিছিয়ে রয়েছে।
 
তিনি আরও বলেন, আপনারা আর কত ঠকা খাবেন। নিজেদের অধিকার আদায়ে এবার সোচ্চার হোন। সৎ-যোগ্য ব্যক্তিকে সংসদে পাঠান। জমিয়ত প্রার্থীদের সংসদে পাঠান। ইনশাআল্লাহ আমরা আপনাদের আমানত রক্ষায় সচেষ্ট থাকব। জমিয়ত সচেষ্ট থাকবে।
 
জনসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন শায়খুল হাদিস মাওলানা হোসাইন আহমদ গনিকান্দী।
 
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা নুরুল ইসলাম বৈলাগ্রামী, লাফনাউট মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা ফয়জুল করিম, জাতুগ্রাম মাদ্রাসার শিক্ষাসচিব মাওলানা মামুনুর রশীদ, মাওলানা আবু বকর রাউতগ্রামী, মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা বাহা উদ্দীন বাহার, হাফিজ জাকির হোসাইন।
 
এ ছাড়াও উপস্থিত ছিলেন, মাওলানা আব্বাস উদ্দীন, মাওলানা আব্দুল করীম, মাওলানা আব্দুল্লাহ আল মাহফুজ হাফিজ সোহাইল আহমদ প্রমুখ।
 
এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ