ঢাকা-৫ (ডেমরা- যাত্রাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর যাত্রাবাড়ী শাহজাহান কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব আলতাফ হোসেনের সভাপতিত্বে সমন্বয়ক হাফেজ সৈয়দ ওমর ফারুকের সঞ্চালনায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, পুরোনো স্বৈরাচারী ও দুর্নীতিপরায়ণ বন্দোবস্তের অবসান ঘটিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়তে চায়। অতীতের ব্যর্থ ক্ষমতাসীনদের নেতৃত্বকে জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা এখন চায় একটি ইসলামি শক্তির নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসুক, যারা প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।
ঢাকা-৫ আসনে হাজী মোঃ ইবরাহীম জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তিনি একজন যোগ্য প্রার্থী। তিনি দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। সততা, জবাবদিহিতা ও নীতি আদর্শের সাথে তিনি কখনোই আপোষ করেননি। তাই এই আসনে হাতপাখার প্রার্থী বিজয়ী হলে জনগণ শান্তি ও স্বস্তি পাবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত ঢাকা-৫ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ মাহবুবুর রহমান নাহিয়ান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এমদাদুল ফেরদৌস, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ছাত্র-যুব বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মনির হোসাইন, সদস্য হাফেজ সালাউদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পূর্বের সভাপতি মাইনুল ইসলাম, এমদাদুল হক, জাহাঙ্গীর খান, আল-আমিন মুনশিসহ নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন্দ।
আরএইচ/
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                                      
                                         
                               
                               
                              